উল্লেখ্য এই ১০৮ টি নির্বাচনের মধ্যে পশ্চিম বর্ধমান জেলার পৌরসভা ছিল না। তা সত্ত্বেও রাজ্যজুড়ে যেভাবে তৃণমূলের প্রার্থীরা সাফল্য পেয়েছেন, তা উদযাপন করতে পশ্চিম বর্ধমান জেলাতে দেখা গেল আবিরের ছড়াছড়ি। এ বিষয়ে তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া বলেছেন, রাজ্যজুড়ে পৌরসভার ফলাফলে শুধুই তৃণমূলের জয়জয়কার। কার্যত বিরোধীরা সবুজ ঝড়ের কাছে উড়ে গিয়েছে। সেই সাফল্য উদযাপন করতে রাস্তায় নেমেছেন দলের কর্মী সমর্থকরা। এদিন দেখা গিয়েছে তৃণমূলের দলীয় পতাকা হাতে সবুজ আবির নিয়ে রাস্তায় নেমে পড়েছিলেন তৃণমূলের নেতা, কর্মী সমর্থকরা। শুধুমাত্র আসানসোল নয়, রাজ্যের অন্যান্য জায়গাগুলির মত পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গাতেও দেখা গিয়েছে আনন্দ-উচ্ছ্বাস। দলীয় কার্যালয় থেকে রাস্তার বিভিন্ন মোড়ে দেখা গিয়েছে তৃণমূল কর্মীদের সেলিব্রেশন।
advertisement