আসানসোল: নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এদিন আসানসোলের পুলিশ লাইনে বার্নপুর রোডে তৃণমূলের নতুন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শত্রুঘ্ন সিনহা। তার সঙ্গে ছিলেন শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা, আসানসোলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ তৃণমূলের একাধিক শীর্ষ স্থানীয় নেতা। একটি কর্মীসভা সেরে বার্নপুর রোডে গিয়েনির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। সেখানে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে শত্রুঘ্ন বলেন, আসানসোলের মানুষ তার ওপর ভরসা করবেন, এই আশা তিনি করছেন, এবং গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী যে মার্জিনে জয় পেয়েছিলেন, এবারে সেই মার্জিনের থেকেও বেশি ভোটে জয় পাবেন বলে আশা প্রকাশ করেছেন শত্রুঘ্ন সিনহা। পাশাপাশি শত্রুঘ্ন সিনহা এবং মলয় ঘটক এক সুরে বলেছেন, আসানসোলে নির্বাচনের ফলাফল ঘোষণার পর যে ম্যাজিক দেখা যাবে, তার অন্যতম কারিগর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের হবে আগামী ১২ এপ্রিল। ফল ঘোষণা করা হবে ১৬ এপ্রিল। উপ নির্বাচন হলেও, রাজনৈতিক মহলের পাখির চোখ রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্র। কারণ আসানসোল লোকসভা কেন্দ্রে গতবারের জয়ী বিজেপি প্রার্থী এবং প্রাক্তন সংসদ বাবুল সুপ্রিয় এই মুহূর্তে চলে গিয়েছেন তৃণমূলে। যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও বটেন। বাবুল সুপ্রিয় এই উপনির্বাচনে প্রার্থী হয়েছেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। অন্যদিকে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা। ফলে এই কেন্দ্রে লড়াই তৃণমূল এবং বিজেপি, দুই শিবিরের কাছেই প্রেস্টিজ ফাইট। প্রসঙ্গত, এই লোকসভা উপনির্বাচনের আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পল। যিনি আসনসোলের বিধায়ক পদে রয়েছেন এই মুহূর্তে। স্বাভাবিকভাবে রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয় এই আসানসোল উপনির্বাচনকে কেন্দ্র করে, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজনৈতিক মহল।