সেখানে সাধারণ মানুষের ভিড় রয়েছে চোখে পড়ার মতো। পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পগুলিকে কেন্দ্র করে বর্ণাঢ্য রঙিন ছবি দেখা যাচ্ছে। কোন দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে দেখা যাচ্ছে আদিবাসী নৃত্য, মাদলের তাল।কোথাও আবার দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প মাতিয়ে তুলছেন বাউল গানের শিল্পীরা। জেলার এমনই এক দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে নিজের বাধা গান শুনিয়েছেন এক বাউল শিল্পী। দুয়ারে সরকার প্রকল্প নিয়ে গান বেধেছেন তিনি। এই 'দুয়ারে সরকার' বাউল গান মনে দাগ কাটছে নেটিজেনদের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরছে এই গান। দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে নিজের বাধা ওই গান শুনিয়েছেন শিল্পী। দুয়ারে সরকার গানের মাধ্যমে ওই শিল্পী সাধারণ মানুষকে ক্যাম্পে আসার আহ্বান জানিয়েছেন। গানের মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, মানুষের চিন্তা দূর করতে মানুষের দরজায় সরকারি প্রকল্পগুলি এসে পৌঁছাচ্ছে। তাই সেই সমস্ত প্রকল্পের সুবিধা নিতে মানুষকে দুয়ারে সরকার ক্যাম্পে আসার আবেদন জানানো হয়েছে ওই গানের মাধ্যমে।
advertisement