TRENDING:

Paschim Bardhaman: উৎসবের দিনে আসানসোল গ্রাম উপহার পেল এক টুকরো শান্তিনিকেতন

Last Updated:

দোলযাত্রার দিনে এক টুকরো শান্তিনিকেতন উপহার পেল আসানসোল গ্রাম। স্থানীয়দের উদ্যোগে এক দিনের জন্য শান্তিনিকেতন উপহার পেয়েছেন আসানসোল পৌরসভার অন্তর্গত আসানসোল গ্রামের বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: দোলযাত্রার দিনে এক টুকরো শান্তিনিকেতন উপহার পেল আসানসোল গ্রাম। স্থানীয়দের উদ্যোগে এক দিনের জন্য শান্তিনিকেতন উপহার পেয়েছেন আসানসোল পৌরসভার অন্তর্গত আসানসোল গ্রামের বাসিন্দারা। দীর্ঘ ১৬ বছর ধরে হয়ে আসছে এই আয়োজন। তবে বিগত দুবছর অতিমারির জন্য উদ্যোগে ভাটা পড়ে ছিল। তবে এ বছর সংক্রমণ আয়ত্তে আসতেই আবার বসন্তের রঙে রঙিন হয়েছে আসানসোল গ্রাম। সেখানে বিগত ১৬ বছরের মতো আয়োজন করা হয়েছিল দোলযাত্রার। আর সেই দোলযাত্রাকে কেন্দ্র করে এক টুকরো শান্তিনিকেতনের ছোঁয়া পেয়েছে এলাকার বাসিন্দারা। দোলযাত্রার দিন বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল আসানসোল গ্রামে। ছিল শোভাযাত্রার আয়োজন। সেখানে স্থানীয় মহিলাদের অংশগ্রহণ বিশেষভাবে লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি ছোট ছোট ছেলেমেয়েদের নানান সাজে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। পুরুষদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। শোভাযাত্রা ছাড়াও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আবির খেলায় মেতে উঠতে দেখা গিয়েছে সকলকে। সবকিছুই করা হয়েছিল শান্তিনিকেতনের বসন্ত উৎসব এর আদলে। যে কারণে আসানসোল গ্রামের বাসিন্দারা দোলযাত্রার দিনে এক টুকরো শান্তিনিকেতন উপহার পেয়েছেন। দু'বছর পরে আবার পুরনো আমেজে দোলের আয়োজন করতে পেরে খুশি উদ্যোক্তারা। পুরনো আমেজ ফিরে পেয়ে খুশি স্থানীয়রাও। দোলের আনন্দে মেতে উঠেছিলেন সকলেই। অংশগ্রহণ করেছিলেন অনুষ্ঠানে। তবে শুধু আসানসোল গ্রাম নয়, শহরের অন্যান্য জায়গাতেও ধরা পড়েছে নানা রঙের ছবি বিশেষ করে আসানসোলের অন্যতম ব্যস্ত জায়গা বিএনআর মোড়ে শহরবাসীকে রাস্তায় নেমে আবির খেলায় মেতে উঠতে দেখা গিয়েছে।সেখানে নাচ গান পরিবেশন করতে দেখা গিয়েছে অনেককে। সব মিলিয়ে রঙের উৎসবের দিনে নানান রঙিন চিত্র উপহার পেয়েছে এই খনি শহর।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: উৎসবের দিনে আসানসোল গ্রাম উপহার পেল এক টুকরো শান্তিনিকেতন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল