উল্লেখ্য কয়েক মাস আগে আসানসোলের এক মদ্যপ অটোচালক তার অটোতে থাকা মহিলা যাত্রীর প্রতি অসভ্য আচরণ করেছিল। কোনওভাবে সেই খবর পেয়েই সঙ্গে সঙ্গে ওই অটোচালককে উচিত শিক্ষা দিয়েছেন প্রমিলা বাহিনীর সদস্যরা। তাছাড়াও মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ হেল্পলাইন চালু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ফলে সব মিলিয়ে আন্তর্জাতিক নারী দিবসে বলাই যায় যে, শক্তি বাহিনীর সৌজন্যে জেলার মহিলারা আজ আরও অনেক বেশি সুরক্ষিত। পথে-ঘাটে, ঘরে-বাইরে তারা আজ অনেক বেশি নিশ্চিন্ত নিজেদের নিরাপত্তা নিয়ে।
advertisement
আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন ওমেন্স প্রটেকশন সেলের দায়িত্বে থাকা মহিলা পুলিশ আধিকারিক অর্পিতা মজুমদার। তিনি বলেছেন, শক্তি বাহিনীর জন্য মহিলারা আজ অনেক বেশি সুরক্ষিত। প্রমীলা বাহিনীর উদ্বোধনের পর থেকে জেলার নারী নিরাপত্তা ভিত আরও বেশি জোরদার হয়েছে। আসানসোল এবং দুর্গাপুরের জন্য দুটি পৃথক শক্তি বাহিনীর গঠন করা হয়েছে। আসানসোলের ১৪ জন মহিলা পুলিশ সদস্যকে নিয়ে তৈরি করা হয়েছে শক্তি বাহিনি। দুর্গাপুরের জন্য ৮ সদস্যের শক্তি বাহিনী তৈরি করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বিগত কয়েক মাসে হেলপ্লাইনে যে সমস্ত মহিলারা ফোন করেছেন, সঙ্গে সঙ্গেই সাহায্য পেয়েছেন। তবে বর্তমানে জেলায় নারী নির্যাতনের সংখ্যা কার্যত নেই বললেই চলে।