#পশ্চিম বর্ধমান- রেলওয়ের তরফ থেকে উচ্ছেদের নোটিশ। নোটিশ দেওয়া হয়েছে আসানসোলের চাঁদমারি বস্তি এলাকায়। রেল দফতরের কাছ থেকে এই নোটিশ পাওয়ার পরেই চিন্তিত এলাকাবাসী। করোনাকালে তারা বাড়ি ছেড়ে কোথায় যাবেন, তার কোনো কূলকিনারা খুঁজে পাচ্ছেন না। তারা বিকল্প আশ্রয় ব্যবস্থা করার দাবি তুলেছেন রেল দফতরের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত আবহ চাঁদমারি এলাকায়।