উল্লেখ্য, দফতরের কর্মীদের অভিযোগ রানীগঞ্জ বিডিও অফিস চত্বরে হেনস্থার ঘটনা হয়েছে। তা ছাড়াও যে তৃণমূল নেতার দিকে অভিযোগ রয়েছে, তিনি পঞ্চায়েত প্রধান পদে রয়েছেন। তাদের অভিযোগ, কিভাবে জনসমক্ষে সরকারি আধিকারিককে এভাবে হেনস্থা করার সাহস পেলেন অভিযুক্ত তৃণমূল নেতা। তাছাড়াও বিডিও অফিস চত্বরে কেমন করে এমন ঘটনা ঘটলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তাই এই ঘটনার বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই রানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানানো হয়েছে। তারপর এই ঘটনার প্রতিবাদে সামিল হয়েছিলেন সরকারি আধিকারিক গণ। মৌন বিক্ষোভের মাধ্যমে হেনস্থার প্রতিবাদ করেছেন তারা।
advertisement
Location :
First Published :
March 11, 2022 7:49 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- সরকারি আধিকারিক জুনিয়ার ইঞ্জিনিয়ারকে হেনস্থার প্রতিবাদে মৌন বিক্ষোভ সহকর্মীদের