দীর্ঘদিন পরে ছোট ছোট পড়ুয়াদের স্কুল খোলার প্রথম দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে, দুর্গাপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেছেন, দীর্ঘদিন পরে পড়ুয়াদের স্কুল চত্বরে দেখে খুশি শিক্ষকরা। সকাল সকাল ছেলেমেয়েদের স্কুলে আসতে পেরে খুশি অভিভাবকরাও। তবে দীর্ঘদিন পরে স্কুল খোলায় সবথেকে খুশি পড়ুয়ারা। ওই প্রধান শিক্ষক দাবি করেছেন, স্কুল খোলার প্রথম দিনে, নির্ধারিত সময়ের অনেক আগে বহু ছোট ছোট পড়ুয়া স্কুল চত্বরের সামনে এসে হাজির হয়েছিল।
advertisement
উল্লেখ্য, করোনাভাইরাসের দাপটে লকডাউনের সময় থেকেই বন্ধ ছিল প্রাথমিক বিদ্যালয়গুলি। মাঝে স্কুল খোলা হলেও, তা উচ্চতর শ্রেণির জন্য খোলা হয়েছিল। প্রাথমিক বিদ্যালয়গুলি এতদিন বন্ধই ছিল। তবে দীর্ঘদিন পরে ভাইরাসের তান্ডব কিছুটা কম হওয়ায় স্কুল খোলা হয়েছে। এই সিদ্ধান্তে খুশি শিক্ষক-পড়ুয়া সবাই। স্বাস্থ্যবিধি মেনে ছোট ছোট পড়ুয়াদের পঠন-পাঠন চালিয়ে যাওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষকরা।