আসানসোলঃ পুর নির্বাচনে শহরের উন্নতিকরণের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলি। জনসমর্থন আদায়ের জন্য শহরবাসীর উন্নতিকরণের দিকে নজর দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বৃক্ষরোপণ এবং সবুজ রক্ষার। অথচ বিধি ভঙ্গ করে সেই গাছের গায়ে লাগানো হচ্ছে দলীয় পতাকা, ব্যানার। গাছে পেরেক পুঁতে দলীয় পতাকা লাগিয়ে রাখতে দেখা গিয়েছে আসানসোলের বেশ কয়েকটি ওয়ার্ডে। বিভিন্ন দলের দলীয় পতাকা লাগানো রয়েছে সেখানে। নির্বাচনী বিধি ভঙ্গ করে চলছে এই কাজ। যা নিয়ে সমালোচনার ঝড় তুলছেন শহরবাসী। যদিও সমস্ত রাজনৈতিক দলের নেতারা বলছেন, এই কাজ একেবারেই বাঞ্ছনীয় নয়।