TRENDING:

Paschim Bardhaman: দুর্গাপুর মহকুমা হাসপাতালে তৈরি হচ্ছে নতুন কোভিড ভবন

Last Updated:

দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবায় আসতে চলেছে বড় বদল। এবার আরও বেশি সংখ্যক রোগী চিকিৎসা পরিষেবা পাবেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবায় আসতে চলেছে বড় বদল। এবার আরও বেশি সংখ্যক রোগী চিকিৎসা পরিষেবা পাবেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে। প্রাথমিকভাবে উদ্যোগ নেওয়া হয়েছে ১০০ শয্যা বাড়ানো হবে মহকুমা হাসপাতলে। এই ব্যাপারে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের অনুমোদন পাওয়া গিয়েছে বলে খবর। হয়ে গিয়েছে অর্থ বরাদ্দ। চলছে টেন্ডার ভর্তির প্রক্রিয়া। আশা করা যাচ্ছে, কয়েক মাসের মধ্যেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে আরও বেশি সংখ্যক রোগী চিকিৎসা পরিষেবা পেতে চলেছেন। সূত্রের খবর, দুর্গাপুর মহকুমা হাসপাতাল নতুন কোভিড ভবন তৈরি হতে চলেছে। ফলে দুর্গাপুর মহকুমা হাসপাতাল একটি নতুন বিল্ডিং পেতে চলেছে। এই ভবন নির্মাণ হয়ে গেলে আরও ১০০ শয্যা সংখ্যা বাড়বে দুর্গাপুর হাসপাতালে। স্বাস্থ্য দফতরের অনুমোদনের পাশাপাশি দুর্গাপুর মহাকুমা হাসপাতালে নতুন ভবন নির্মাণের জন্য প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এমনটাই খবর পাওয়া গিয়েছে সূত্র মারফত। স্বাভাবিকভাবেই আশা করা যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই দুর্গাপুর মহকুমা হাসপাতালের নতুন ভবন তৈরি হয়ে যাবে। যে ভবন নির্মাণ হয়ে গেলে, মহাকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবায় আমূল পরিবর্তন আসবে। আরও বহু সংখ্যক হাসপাতাল থেকে বিনামূল্যে তাদের চিকিৎসা করাতে করবেন। তবে প্রশ্ন উঠছে, কোভিড গ্রাফ যখন নিম্নমুখী, তখন হাসপাতালের নতুন কোভিড ভবন তৈরির কারণ কি? এক্ষেত্রে সূত্র মারফত জানা যাচ্ছে, কোভিড ভবন শুধুমাত্র নামকরণ। স্বাস্থ্য দপ্তর কোভিড খাতে যে অর্থ বরাদ্দ করেছে, সেখান থেকেই এই ভবনটি নির্মাণ হচ্ছে। যে কারণে কোভিড ভবন নাম দেওয়া হয়েছে। কিন্তু এই নতুন বিল্ডিংয়ে হাসপাতালে আসা বিভিন্ন ধরনের রোগীরা, তাদের চিকিৎসা পরিষেবা পাবেন। এই বিষয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ধীমান মণ্ডল জানিয়েছেন, হাসপাতাল থেকে আরও বেশিসংখ্যক রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এই ভবন নির্মাণ হলে আরও রোগী চিকিৎসা পাবেন। যা এলাকার মানুষের জন্য উপকারী পদক্ষেপ হবে।
advertisement

Nayan Ghosh

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: দুর্গাপুর মহকুমা হাসপাতালে তৈরি হচ্ছে নতুন কোভিড ভবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল