পশ্চিম বর্ধমানঃ একদিন পরেই প্রজাতন্ত্র দিবস। তার আগে সচেতন প্রশাসন। রাজ্য তথা জেলার নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। তল্লাশি চালানো হচ্ছে বাংলা - ঝাড়খন্ড সীমান্তে অবস্থিত ডুবুরডি চেকপোষ্টে। ঝাড়খন্ড থেকে আসা প্রতিটি দুচাকা এবং চারচাকা গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। প্রজাতন্ত্র দিবস এর আগে যে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের টহলদারি এবং তল্লাশি চলছে।