অনেকেই অভিযোগ তুলেছিলেন, কার্যত দখল হয়ে যাচ্ছে গাড়ুই নদী। অনেকেই বেআইনিভাবে নদী দখল করছেন। আর তার ফল ভুগতে হচ্ছে শহরবাসীকে। যদিও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য বিধান উপাধ্যায় করেননি। তিনি বলেছেন, সমস্ত তথ্য নেয়ার পরে খতিয়ে দেখা হবে। কেউ বেআইনি কোন কাজ করলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, গত বছর অতিবর্ষণে আসানসোলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তখনই স্থানীয় মানুষজন, পরিবেশবিদরা নদী সংস্কারের পক্ষে সওয়াল করেছিলেন। পুর নির্বাচনের আগে নদী সংস্কারের দিকে বিশেষভাবে জোর দিয়েছিল সমস্ত দল। তারপরে তৃণমূল ব্যাপকভাবে জয়লাভ করেছে। আসানসোল পুরনিগমের নির্বাচনে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেই কাজে নেমে পড়েছেন বিধান উপাধ্যায়। তাই সংস্কারের আগে গাড়ুই নদী পরিদর্শন করলেন মেয়র বিধান উপাধ্যায়।
advertisement
Location :
First Published :
Mar 05, 2022 7:38 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- গাড়ুই নদী সংস্কারের আগে টিম নিয়ে সরেজমিনে মেয়র বিধান উপাধ্যায়