TRENDING:

West Bardhaman News- পেট্রোল পাম্পের পাশের দাহ্য পদার্থ মজুদ গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Last Updated:

পেট্রোল পাম্পের পাশের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নেভাতে গিয়ে নাস্তানাবুদ হতে হল দমকল কর্মীদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান- পেট্রোল পাম্পের পাশের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নেভাতে গিয়ে নাস্তানাবুদ হতে হল দমকল কর্মীদের। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আগুন বাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভুগছিলেন স্থানীয় মানুষজন। যদিও দমকল কর্মীদের ঘণ্টাখানেকের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দাহ্য পদার্থ মজুদ গোডাউনে আগুন লেগে যাওয়ার ফলে আগুন রীতিমত ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকে। জানা গিয়েছে, রানীগঞ্জের শিশুবাগান এলাকায় একটি পেট্রোল পাম্পের পাশে গোডাউনে আগুন লেগে যায়। এই বিষয়ে গোডাউনের মালিক জানিয়েছেন, ভিতরে লোহা ওয়েল্ডিং এর কাজ চলছিল। তাছাড়াও ভেতরে প্রায় ২৫ থেকে ৩০ লিটার মোবিল মজুত করা ছিল। সেখান থেকেই আগুন লেগেছে বলে ধারণা করছেন তিনি। যদিও আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে দমকল এখনও পর্যন্ত কিছু বলতে পারেনি। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে দমকলের তরফ থেকে। পাশাপাশি এই অগ্নিকাণ্ডের জেরে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুলিশও।
advertisement

অগ্নিকাণ্ডের জেরে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বহু মানুষ। শিশু বাগান এলাকা রীতিমতো ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায়, বড়োসড়ো বিপদের আশঙ্কায় ভুগছিলেন স্থানীয়রা। তবে দমকল কর্মীদের তৎপরতায় সেই বিপদ এড়ানো গিয়েছে। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, যে গোডাউনে আগুন লেগেছিল, তা নিয়ে দু'পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে এবং গোডাউন টি বেশিরভাগ সময় ফাঁকা পড়ে থাকে। ভিতরে কি কাজকর্ম হয় সে সম্পর্কে কিছু বলতে পারেননি স্থানীয়রা। আগুন নেভানোর পরেও দীর্ঘক্ষণ কালো ধোঁয়া দেখা গিয়েছে এলাকাজুড়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- পেট্রোল পাম্পের পাশের দাহ্য পদার্থ মজুদ গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল