TRENDING:

West Bardhaman News- সোমবার মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি পরীক্ষা কেন্দ্রগুলিতে

Last Updated:

আগামী সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে রাজ্যজুড়ে। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে দশম শ্রেণির পড়ুয়ারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান- মাঝে আর মাত্র একটা দিন। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। গতবছর করোনার জেরে মাধ্যমিক পরীক্ষা বাতিল করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। এবছরেও কিছুটা দেরিতে মাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হয়েছে। সিলেবাস এর ক্ষেত্রে কাটছাঁট করা হয়েছে কিছুটা। আগামী সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে রাজ্যজুড়ে। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে দশম শ্রেণির পড়ুয়ারা। পড়ুয়াদের কাছে এখন ব্যস্ততা তুঙ্গে। ব্যস্ততা তুঙ্গে পরীক্ষা কেন্দ্রগুলিতেও। এমনি ছবি দেখা গিয়েছে দুর্গাপুরের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে। শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে পরীক্ষা কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। ক্লাস রুমগুলি পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি ক্লাসরুমের প্রতিটি বেঞ্চে চলছে রোল নম্বর আটকানোর কাজ।
advertisement

এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ কিছু নিয়ম মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে। বিশেষ করে পরীক্ষা কেন্দ্রে যাতে দূরত্ব বজায় থাকে, তার জন্য পদক্ষেপ করা হয়েছে। এবছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বিগত বছরগুলির তুলনায় অনেকটাই বেড়েছে। দুর্গাপুরে বেড়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা। পাশাপাশি প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই একটি করে পৃথক আইসোলেশন রুম রাখার কথা বলা হয়েছে। কোন পরীক্ষার্থীর যদি অসুস্থতা দেখা যায়, বা করোনা সংক্রমনের কোন উপসর্গ দেখা যায়, তাহলে সেই পরীক্ষার্থী আইসোলেশন রুমে আলাদাভাবে পরীক্ষা দিতে পারবেন। তাছাড়াও কোনো পরীক্ষার্থী পক্সে আক্রান্ত হলে, তার জন্যও আলাদা রুমে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে কোন পড়ুয়া বা শিক্ষক মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। ভেনু ইনচার্জ এর কাছে শিক্ষকদের জমা রাখতে হবে মোবাইল ফোন। পর্ষদের সমস্ত বিধিনিষেধ মেনে আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার আগে তৎপরতার ছবি দেখা গিয়েছে পরীক্ষা কেন্দ্রে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৩ মাসের মধ্যে বহরমপুর স্টেডিয়ামের ভোলবদল! খেলার পরিকাঠামো উন্নয়নে নজর নবাগত জেলাশাসকের
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- সোমবার মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি পরীক্ষা কেন্দ্রগুলিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল