এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ কিছু নিয়ম মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে। বিশেষ করে পরীক্ষা কেন্দ্রে যাতে দূরত্ব বজায় থাকে, তার জন্য পদক্ষেপ করা হয়েছে। এবছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বিগত বছরগুলির তুলনায় অনেকটাই বেড়েছে। দুর্গাপুরে বেড়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা। পাশাপাশি প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই একটি করে পৃথক আইসোলেশন রুম রাখার কথা বলা হয়েছে। কোন পরীক্ষার্থীর যদি অসুস্থতা দেখা যায়, বা করোনা সংক্রমনের কোন উপসর্গ দেখা যায়, তাহলে সেই পরীক্ষার্থী আইসোলেশন রুমে আলাদাভাবে পরীক্ষা দিতে পারবেন। তাছাড়াও কোনো পরীক্ষার্থী পক্সে আক্রান্ত হলে, তার জন্যও আলাদা রুমে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে কোন পড়ুয়া বা শিক্ষক মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। ভেনু ইনচার্জ এর কাছে শিক্ষকদের জমা রাখতে হবে মোবাইল ফোন। পর্ষদের সমস্ত বিধিনিষেধ মেনে আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার আগে তৎপরতার ছবি দেখা গিয়েছে পরীক্ষা কেন্দ্রে।
advertisement