#পশ্চিম বর্ধমান- অভিশপ্ত কয়লা খনি। অবৈধভাবে কয়লা উত্তোলনে গিয়ে নেমে এসেছে মৃত্যুর কালো ছায়া। অসহায় মৃত্যু বরণ করতে হয়েছে বেশ কয়েকজন শ্রমিককে। এখনো পর্যন্ত মোট ছয়টি মৃতদেহ উদ্ধার হয়েছে বলে খবর। আশঙ্কা করা হচ্ছে, এখনো বেশ কয়েকটি দেহ চাপা পড়ে রয়েছে। ঝাড়খণ্ডের দুর্ঘটনাগ্রস্ত খনিতে চাপা পড়ে থাকতে পারেন বাংলার শ্রমিকও, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। যদিও উদ্ধার হওয়া শবদেহ গুলির পরিচয় শনাক্ত করা এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। তবে সেই কাজ চলছে। পাশাপাশি, দুর্ঘটনার কারণ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। অনেকেই ইসিএল কর্তৃপক্ষ ও দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের দিকে অভিযোগের আঙুল তুলছেন। পাশাপাশি অবৈধ কয়লা উত্তোলনের যে সমস্ত কিংপিন রয়েছে, তাদের উপযুক্ত শাস্তির দাবি উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়খন্ড পুলিশ। গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্ত কমিটি।