দুঃসাহসিক ডাকাতির ছবি দেখল শিল্পাঞ্চল। চলল গুলিও। দুষ্কৃতীদের চালানো গুলিতে আহত হয়েছেন দু'জন। যার মধ্যে একজন পুলিশ কর্মী। মধ্যরাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
আসানসোল: দুঃসাহসিক ডাকাতির ছবি দেখল শিল্পাঞ্চল। চলল গুলিও। দুষ্কৃতীদের চালানো গুলিতে আহত হয়েছেন দু'জন। যার মধ্যে একজন পুলিশ কর্মী। মধ্যরাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ডাকাত দলের কয়েকজন সদস্য পলাতক। ফলে চিন্তা রয়েছে স্থানীয়দের। যদিও পুলিশ কমিশনার সুধীর নীলকণ্ঠের নেতৃত্বে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে পলাতক ডাকাতদের নিয়ে চিন্তা রয়েছে স্থানীয়দের মধ্যে। তবে তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পাশাপাশি গুলি চালানোর ঘটনায় আতঙ্ক রানীগঞ্জের রামনগর এলাকায়। রানীগঞ্জের রামনগরে ছয় সদস্যের দল জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে, পুলিশ সূত্রে জানা গিয়েছে এমনটায়। স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ তখন এলাকাটি ঘিরে ফেলে। সে সময় পালানোর চেষ্টা করতে গিয়ে চলে গুলি।আসানসোলের রানীগঞ্জ থানার রামবাগানে এক ব্যক্তির বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ঢোকে একদল ডাকাত। সবার মোবাইল কাড়ার সময় বাড়ির এক সদস্য এক প্রতিবেশীকে ফোন করে দিতে সক্ষম হয়। সেই প্রতিবেশি পুলিশকে খবর দিলে সঙ্গে সঙ্গে পুলিশ ওই এলাকা ঘিরে নেয়। রীতিমতো গুলি চালাতে চালাতে বেরিয়ে পালাতে থাকে দুষ্কৃতীরা। সেই গুলির আঘাতে এক পুলিশ কর্মী সহ মোট দুজন আহত হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আরও কয়েকজন বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে আছে বলে পুলিশের অনুমান। ইতিমধ্যেই শিল্পাঞ্চল জুড়ে নাকা চেকিং শুরু করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঘটনাস্থলে পুলিশ কমিশনার সুধীর নীলকন্ঠম পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।