খুদেদের নিয়ে একটি প্রভাতফেরির মাধ্যমে দোলযাত্রায় মেতে উঠেছিলেন স্থানীয় মানুষজন। প্ল্যাকার্ড হাতে খুদেরা দিয়েছে শান্তির বার্তা। এমন অভিনব প্রভাতফেরির দেখে মুগ্ধ হয়েছেন সকলেই।
আসানসোল: অভিনব ভাবে দোলযাত্রা পালন করা হল আসানসোলের কেএসটিপি এলাকায়। খুদেদের নিয়ে একটি প্রভাতফেরির মাধ্যমে দোলযাত্রায় মেতে উঠেছিলেন স্থানীয় মানুষজন। প্ল্যাকার্ড হাতে খুদেরা দিয়েছে শান্তির বার্তা। এমন অভিনব প্রভাতফেরির দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। উল্লেখ্য কেএসটিপি এলাকায় প্রত্যেক বছরই দোল যাত্রার আয়োজন করা হয়। কিন্তু গত দু'বছর করোনার জন্য সেইভাবে জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। কিন্তু এবছর সংক্রমণ আয়ত্তে চলে আসায় পরিকল্পনা ছিল জাঁকজমকের সঙ্গে ছোট ছোট খুদেদের নিয়ে সাড়ম্বরে দোলযাত্রা পালন করা হবে। তবে জাঁকজমক ছাড়া দোলযাত্রা পালন করা হয়েছে। এদিনের প্রভাতফেরি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন বহু মানুষ। কিন্তু সেই অর্থ ছিল না কোনো জাঁকজমক। এই মুহূর্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। যুদ্ধের ফলে যে ক্ষয় হচ্ছে, তা নিয়ে চিন্তিত অনেকেই। সেই ক্ষয়ক্ষতি, প্রাণহানি থামানোর জন্য যুদ্ধ থামানোর আর্জি জানাতে দেখা গিয়েছে ছোট ছোট ছেলেমেয়েদের। একদিকে যেমন তারা দোলের দিন রঙের উৎসবে মেতে উঠেছিল, তেমনভাবেই রঙের উৎসব থেকে শান্তির বার্তা দিয়েছে তারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রভাতফেরির অনুষ্ঠানে শামিল হয়েছিল ছোট ছোট ছেলেমেয়েরা। তারপরে রাস্তার মধ্যেই নৃত্য পরিবেশন করেছেন বেশ কয়েকজন। রঙের খেলায় মেতে উঠেছিল তারা। কিন্তু কোনোরকম গান-বাজনার ব্যবস্থা করা হয়নি। শান্তি বার্তা দেওয়ার জন্যই এই ধরনের পদক্ষেপ করা হয়েছিল। তবে শুধু খুদে শিশুরা নয়, এই প্রভাতফেরি অনুষ্ঠানে তাদের অভিভাবকরাও অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণ করেছিলেন বেশ কয়েকজন পুরমাতা। সকলেই যেমন রঙের আনন্দে মেতে উঠেছিলেন, তেমনই সকলেই যুদ্ধে থামানোর আর্জি জানিয়েছেন, শান্তির বার্তা দিয়েছেন।