TRENDING:

West Bardhaman News- বরাকর নদী থেকে উদ্ধার এক মহিলা সহ পাঁচজনের দেহ, নিখোঁজ অনেকে

Last Updated:

আশঙ্কা সত্যি করে শনিবার মোট পাঁচ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও চলছে উদ্ধার কাজ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান- বরাকর নদীতে নৌকাডুবির ফলে বেশীরভাগ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল। সেই আশঙ্কা সত্যি করে শনিবার মোট পাঁচ জনের দেহ উদ্ধার করা হয়েছে (West Bardhaman News)। এখনও চলছে উদ্ধার কাজ। এখনও বেশ কিছু নিখোঁজ যাত্রীর হদিস পাওয়া যায়নি। বরাকর নদীতে ডুবুরি নামিয়ে উদ্ধারকাজ চলছে লাগাতার। তবে নিখোঁজ যাত্রীদের সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার আশা আরও ক্ষীন হয়ে যাচ্ছে। শুক্রবার নৌকাডুবি দুর্ঘটনার পরে দুজনের দেহ উদ্ধার করা হয়েছিল। শনিবার উদ্ধার করা হয়েছে আরও পাঁচটি দেহ। যার মধ্যে রয়েছেন একজন মহিলা। তাছাড়াও আটটি বাইক নদীতে তলিয়ে যাওয়ার কথা বলছিলেন নৌকা যাত্রীরা। তার মধ্যে একটি বাইক উদ্ধার করা হয়েছে এদিন। তবে নিখোঁজ নৌকা যাত্রীদের তালিকা এখনো বেশ লম্বা থাকায়, উদ্বেগ বাড়ছে প্রশাসনের। নিখোঁজ যাত্রীদের পরিবারের উদ্বেগ বাড়ছে। সময় যত এগিয়ে যাচ্ছে, ততই ক্ষীণ হয়ে যাচ্ছে আশার আলো।
নদী থেকে উদ্ধার হয়েছে এই বাইকটিও।
নদী থেকে উদ্ধার হয়েছে এই বাইকটিও।
advertisement

বৃহস্পতিবার রাতের দিকে বরাকর নদীতে একটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় (West Bardhaman News)। পশ্চিম বর্ধমান এবং ঝাড়খন্ড সীমান্তে অবস্থিত বীরগাঁও ঘাটের কাছে উল্টে যায় নৌকাটি। দুজন যাত্রী কোনরকমে সাঁতরে নিজেদের প্রাণে বাঁচিয়েছেন। তাদের মাধ্যমেই দুর্ঘটনার কথা জানতে পারেন আশপাশের স্থানীয় মানুষজন। অনেক নৌকাচালক এগিয়ে আসেন। প্রশাসনের কাছে খবর যায়। শুরু হয় উদ্ধারকাজ। শুক্রবার সকাল থেকে ডুবুরিরা উদ্ধারকাজ চালিয়ে গেছেন। শুক্রবার উদ্ধার করা হয়েছিল দুজনের দেহ। শুক্রবার দিনভর অভিযানের পর শনিবারও চলছে অভিযান। অভিযানে এদিন পাঁচটি দেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছেন একজন মহিলা। তবে যাদের দেহ উদ্ধার হয়েছে, সবার পরিচয় এখনও পর্যন্ত জানা যায় নি। পাশাপাশি একটি বাইক উদ্ধার করা হয়েছে। সেই বাইক এর মালিকের সম্পর্কে খোঁজখবর শুরু করেছে প্রশাসন। নৌকাডুবির ফলে এখনও পর্যন্ত মোট সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌকা থেকে বেঁচে ফেরা যাত্রীদের বয়ান অনুযায়ী, এখনও প্রায় সাত জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে খবর। তাদের খোঁজে লাগাতার তল্লাশি চালিয়ে যাওয়া হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- বরাকর নদী থেকে উদ্ধার এক মহিলা সহ পাঁচজনের দেহ, নিখোঁজ অনেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল