বৃহস্পতিবার রাতের দিকে বরাকর নদীতে একটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় (West Bardhaman News)। পশ্চিম বর্ধমান এবং ঝাড়খন্ড সীমান্তে অবস্থিত বীরগাঁও ঘাটের কাছে উল্টে যায় নৌকাটি। দুজন যাত্রী কোনরকমে সাঁতরে নিজেদের প্রাণে বাঁচিয়েছেন। তাদের মাধ্যমেই দুর্ঘটনার কথা জানতে পারেন আশপাশের স্থানীয় মানুষজন। অনেক নৌকাচালক এগিয়ে আসেন। প্রশাসনের কাছে খবর যায়। শুরু হয় উদ্ধারকাজ। শুক্রবার সকাল থেকে ডুবুরিরা উদ্ধারকাজ চালিয়ে গেছেন। শুক্রবার উদ্ধার করা হয়েছিল দুজনের দেহ। শুক্রবার দিনভর অভিযানের পর শনিবারও চলছে অভিযান। অভিযানে এদিন পাঁচটি দেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছেন একজন মহিলা। তবে যাদের দেহ উদ্ধার হয়েছে, সবার পরিচয় এখনও পর্যন্ত জানা যায় নি। পাশাপাশি একটি বাইক উদ্ধার করা হয়েছে। সেই বাইক এর মালিকের সম্পর্কে খোঁজখবর শুরু করেছে প্রশাসন। নৌকাডুবির ফলে এখনও পর্যন্ত মোট সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌকা থেকে বেঁচে ফেরা যাত্রীদের বয়ান অনুযায়ী, এখনও প্রায় সাত জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে খবর। তাদের খোঁজে লাগাতার তল্লাশি চালিয়ে যাওয়া হচ্ছে।
advertisement
Nayan Ghosh
