ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। জানা গিয়েছে, বিহারের জম্মুই এর বাসিন্দা পঙ্কজ পাশোয়ান সাত বছর আগে বিন্দু দেবী নামে এক যুবতীর সঙ্গে বিয়ে করেছিলেন। তার দুটি সন্তানও রয়েছে।
পশ্চিম বর্ধমানঃ আসানসোল দক্ষিণ থানার হটন রোডে এক লজে দিত্বীয় বিয়ে করার অভিযোগ উঠল পঙ্কজ পালোয়ান নামে এক যুবকের বিরুদ্ধে। অবশেষে প্রথম পক্ষের স্ত্রী পৌঁছে সেই বিয়েতে আপত্তি করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। জানা গিয়েছে, বিহারের জম্মুই এর বাসিন্দা পঙ্কজ পাশোয়ান সাত বছর আগে বিন্দু দেবী নামে এক যুবতীর সঙ্গে বিয়ে করেছিলেন। তার দুটি সন্তানও রয়েছে।এরপরেও পঙ্কজ পাশোয়ান আসানসোলের বুধার এক যুবতীর সঙ্গে বিয়ের কথাবার্তা হয়। শুক্রবার হটন রোডে এক লজে বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে প্রথম পক্ষের স্ত্রী বিন্দু দেবী পৌঁছে গিয়ে সেই বিয়েতে আপত্তি জানান। এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসাও হয়।