TRENDING:

Paschim Bardhaman: স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Last Updated:

লকডাউনের ধাক্কা কাটিয়ে কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে ইস্পাত নগরী? শহরের দূষণ জ্বালা কাটিয়ে উঠতে কি কি পদক্ষেপ করা হচ্ছে পুরসভার তরফ থেকে? শহরের স্বাস্থ্য পরিষেবার দিকেই বা কেমন নজর দেওয়া হচ্ছে? সমস্ত বিষয় নিয়ে নিউজ এইট্টিন লোকাল এর কাছে অকপট মেয়র অনিন্দিতা মুখার্?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: শহর দুর্গাপুর। রাজ্যের শিল্পক্ষেত্রের অন্যতম গুরুত্বপূর্ণ নাম এই শহর। স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা বর্তমানে পালন করছে শহর দুর্গাপুর। অন্যদিকে একাধিক কলকারখানা থাকায় শহরের দূষণ যন্ত্রণা নিয়ে অনেকেই বহু প্রশ্ন তোলেন। এই মুহূর্তে দুর্গাপুর শহর চালানোর দায়িত্ব যিনি রয়েছেন, তার নাম অনিন্দিতা মুখোপাধ্যায়। দুর্গাপুর পুরসভার প্রথম মহিলা মেয়র তিনি। পুর বোর্ডের পাঁচ বছরের মেয়াদ কালের শেষের দিকে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। বর্তমানে সমানতালে সামাল দিচ্ছেন সংসার এবং পুরসভার কাজকর্ম। এই বিষয়ে তার প্রধান অভিভাবক দুর্গাপুর পুরসভার প্রাক্তন মেয়র তথা অনিন্দিতা মুখোপাধ্যায়ের স্বামী অপূর্ব মুখোপাধ্যায়। লকডাউনের ধাক্কা কাটিয়ে কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে ইস্পাত নগরী? শহরের দূষণ জ্বালা কাটিয়ে উঠতে কি কি পদক্ষেপ করা হচ্ছে পুরসভার তরফ থেকে? শহরের স্বাস্থ্য পরিষেবার দিকেই বা কেমন নজর দেওয়া হচ্ছে? সমস্ত বিষয় নিয়ে নিউজ এইট্টিন লোকাল এর কাছে অকপট মেয়র অনিন্দিতা মুখার্জি। একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, স্বাস্থ্যসাথী পরিষেবা যাতে বেসরকারি হাসপাতালগুলিতেও সমস্ত মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্য শহরের বেসরকারি সমস্ত হাসপাতালগুলিকে বিশেষ বৈঠকের মাধ্যমে অনুরোধ করা হয়েছে। শহরের দূষণ কাটিয়ে উঠতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। অন্যদিকে শহরের রাস্তাঘাট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জন পরিষেবাগুলির দিকে প্রাথমিক নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি নজর দেওয়া হচ্ছে শহরের সৌন্দর্যায়নের দিকে। অন্যদিকে অতিমারির পরে শহর দুর্গাপুর যে ঘুরে দাঁড়াচ্ছে, সে কথাও জানিয়েছেন তিনি। মেয়র পদে বসার পর থেকে প্রতি পদক্ষেপে কিভাবে স্বামীর সাহায্য পান, তা জানাতেও ভোলেন নি অনিন্দিতা মুখোপাধ্যায়। পুরসভার প্রথম মহিলা মেয়র হতে পারে কেমন অনুভূতি হয়েছে, তাও ব্যক্ত করেছেন তিনি।
advertisement

Nayan Ghosh

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল