হিরাপুর থানা ময়দানে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পে। এদিন ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন আসানসোল পুরসভার নবনির্বাচিত কাউন্সিলর কাহকাশান রিয়াজ। তিনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ক্যাম্পের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেন।
পশ্চিম বর্ধমান: জেলাজুড়ে আয়োজিত হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের হাতের কাছে তুলে দিতে দুয়ারে সরকার প্রকল্পের শুরু করেছিল রাজ্য সরকার। এই নিয়ে তৃতীয়বারের জন্য সরকারি প্রকল্পের ডালি সাজিয়ে মানুষের দরজায় দরজায় হাজির হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ সহ বিভিন্ন ব্লকে আয়োজিত হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। নির্ধারিত বিভিন্ন দিনে বিভিন্ন ব্লকে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। সকাল থেকেই দুয়ারে সরকার ক্যাম্পে দেখা যাচ্ছে মানুষের ভিড়। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে দুয়ারে সরকার ক্যাম্পে লাইন দিয়ে অপেক্ষা করছেন মানুষ। তাছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন জায়গায় ধরা পড়ছে অভিনব কিছু ছবি। অনেক জায়গায় ক্যাম্প শুরুর দিনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। আবার দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা প্রশাসনের কর্তারা। যাচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। এমনই ছবি ধরা পড়েছে আসানসোল পুরসভার হিরাপুর থানা ময়দানে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পে। এদিন ক্যাম্পপরিদর্শনে গিয়েছিলেন আসানসোল পুরসভার নবনির্বাচিত কাউন্সিলর কাহকাশান রিয়াজ। তিনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ক্যাম্পের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেন। তারা সব রকম সুবিধা যাতে পান, সে বিষয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি দুয়ারে সরকারকে আসা মানুষজনের সঙ্গে তিনি কথা বলেন। তাদের সুবিধার জন্য কাউন্সিলরকে নিজে হাতে ফর্ম ফিলাপ করে দিতেও দেখা গিয়েছে। উল্লেখ্য দুয়ারে সরকার ক্যাম্প গুলিতে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প গুলির দিকে জোর দেওয়া হচ্ছে। সবার জন্য চালু হওয়া প্রকল্পগুলির সুবিধা যাতে মানুষ খুব সহজে পান, তার জন্য বিশেষ জোর দেওয়া হচ্ছে। যেকারনে ক্যাম্পগুলিতে মানুষের ভিড়ও রয়েছে চোখে পড়ার মতো।