লাঠি খেলা দেখাতে গিয়ে বিপত্তি, হাত থেকে ফস্কে উড়ে যায় হাওয়ায়। ঘটনা দেখে কিছুক্ষণের জন্য হকচকিয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ নিজে এবং তাঁর সঙ্গে থাকা বিজেপি নেতা- কর্মীরাও।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : লাঠি খেলার কসরত দেখাতে গিয়ে বিপত্তির মুখে পড়লেন বিজেপি সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। দুর্গাপুরে একটি রামনবমীর মিছিলে যোগ দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি। দুর্গাপুরের মায়াবাজারে রামনবমী উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। সেখানে যোগ দিয়ে দিলীপ ঘোষ লাঠি খেলা দেখাচ্ছিলেন। তখনই হয় বিপত্তি। লাঠি খেলা দেখাতে গিয়ে হাত থেকে লাঠি ফস্কে উড়ে যায় হাওয়ায়। এই ঘটনা দেখে কিছুক্ষণের জন্য হকচকিয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষের সঙ্গে থাকা বিজেপি নেতা, নেত্রী এবং কর্মী, সমর্থকরা। বিপত্তির মুখে পড়ে কিছুটা মুচকি হাসেন বিজেপি নেতাও। যদিও কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে ইতিমধ্যে দিলীপ ঘোষের লাঠি খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দিলীপ ঘোষের হাত থেকে লাঠি হাওয়ায় উড়ে যাওয়ার ছবি নজর কাড়ছে সবার।উল্লেখ্য, রামনবমী উপলক্ষে বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। তেমনি দুর্গাপুরে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। মায়াবাজারে আয়োজিত এই শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন সাংসদ দিলীপ ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতা নেত্রীরা। ছিলেন দুর্গাপুর পশ্চিম এর বিধায়ক লক্ষণ ঘড়ুই। এই শোভাযাত্রায় পা মিলিয়ে দিলীপ ঘোষ লাঠিখেলা দেখাচ্ছিলেন। সে সময়ই তার হাত ফসকে লাঠি হাওয়ায় উড়ে যায়। বিগত কয়েক বছর ধরে দিলীপ ঘোষকে রাম নবমীর দিন লাঠি, অস্ত্র হাতে কসরত দেখাত দেখা গিয়েছে বারবার। এমনই ছবি দেখে অভ্যস্ত দলের কর্মী সমর্থকরা। কিন্তু দুর্গাপুরের মিছিলে তার হাত থেকে লাঠি ফসকে যাওয়ার ঘটনা দেখে অনেকেই কিছুটা অবাক হয়েছেন। আর লাঠি ফসকে যাওয়ার ঘটনায় কিছুটা মুচকি হেসে পার করে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।