কাঁকসার বাসিন্দারা ছাড়াও পশ্চিম বর্ধমান জেলা সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে প্রাচীন এই মন্দিরে ভিড় জমান ভক্তরা। বেলা বাড়তেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় বাড়তে দেখা গিয়েছে। অনেক দর্শনার্থীদের ও ভক্তদের ভিড় সেখানে বাড়তে থাকায়, সেখানে কড়া নজরদারি শুরু করেছে কাঁকসা থানার পুলিশ কর্মীরা। ভক্তরা জানিয়েছেন, তারা প্রতি বছর এই মন্দিরে শিবের মাথায় শিবরাত্রি উপলক্ষে জল ঢালেন। অনেকেই এই মন্দিরে জল ঢালেন এবং নানান মানত করেন। সেই মত মানত পূরণ হলে আবার আসেন জল ঢালতে শিবের মাথায়। উল্লেখ্য, দুর্গাপুর মহকুমায় প্রাচীনতম শিবমন্দির রাঢ়েশ্বর শিবমন্দির। কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতের আড়া শিবতলায় এই শিব মন্দির লক্ষণ সেনের আমলে নির্মিত। দু বছর পরে এবার শিবরাত্রীর পুজ দিতে পেরে দুর্গাপুরবাসী খুব খুশী। দুর্গাপুর, বেনাচিতি ইস্পাত নগরী, বিধাননগর থেকে প্রচুর ভক্ত এসেছেন ভগবান শিবের পুজো দেওয়ার জন্য। কোভিড বিধি মেনেই চলছে পুজো। মোট ছয় জন পুরোহিত রয়েছেন পুজোর ভিড় সামাল দেওয়ার জন্য।
advertisement