TRENDING:

West Bardhaman News- মহা শিবরাত্রি তিথিতে ভক্তদের ঢল প্রাচীন রাঢ়েশ্বর মন্দিরে

Last Updated:

প্রতিবছরের মতো কাঁকসার বামুনারা এলাকার বহু প্রাচীন এই মন্দিরে মঙ্গলবার সকাল থেকেই ভক্তদের ভিড়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান- শিবরাত্রি উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই কাঁকসার রাঢ়েশ্বর শিব মন্দিরে ভিড় জমিয়েছেন এলাকার মানুষ। বিশ্ব যাতে করোনা মুক্ত হয়, শিবের কাছে সেই প্রার্থনা নিয়েই মঙ্গলবার সকাল থেকেই শিবের মাথায় জল ঢাললেন বহু ভক্ত। প্রতিবছরের মতো প্রাচীন এই মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কাঁকসার বামুনারা এলাকার বহু প্রাচীন এই মন্দিরে মঙ্গলবার সকাল থেকে ভক্তদের ভিড় চোখে পড়েছে। প্রায় রাত তিনটে থেকে ভক্তদের লাইন চোখে পড়েছে। পাশাপশি বেলা যতই বেড়েছে ততই উপচে পড়ে ভক্তদের ভিড়। মন্দিরে শিবের মাথায় জল ঢালার জন্য দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ভক্তদের।
advertisement

কাঁকসার বাসিন্দারা ছাড়াও পশ্চিম বর্ধমান জেলা সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে প্রাচীন এই মন্দিরে ভিড় জমান ভক্তরা। বেলা বাড়তেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় বাড়তে দেখা গিয়েছে। অনেক দর্শনার্থীদের ও ভক্তদের ভিড় সেখানে বাড়তে থাকায়, সেখানে কড়া নজরদারি শুরু করেছে কাঁকসা থানার পুলিশ কর্মীরা। ভক্তরা জানিয়েছেন, তারা প্রতি বছর এই মন্দিরে শিবের মাথায় শিবরাত্রি উপলক্ষে জল ঢালেন। অনেকেই এই মন্দিরে জল ঢালেন এবং নানান মানত করেন। সেই মত মানত পূরণ হলে আবার আসেন জল ঢালতে শিবের মাথায়। উল্লেখ্য, দুর্গাপুর মহকুমায় প্রাচীনতম শিবমন্দির রাঢ়েশ্বর শিবমন্দির। কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতের আড়া শিবতলায় এই শিব মন্দির লক্ষণ সেনের আমলে নির্মিত। দু বছর পরে এবার শিবরাত্রীর পুজ দিতে পেরে দুর্গাপুরবাসী খুব খুশী। দুর্গাপুর, বেনাচিতি ইস্পাত নগরী, বিধাননগর থেকে প্রচুর ভক্ত এসেছেন ভগবান শিবের পুজো দেওয়ার জন্য। কোভিড বিধি মেনেই চলছে পুজো। মোট ছয় জন পুরোহিত রয়েছেন পুজোর ভিড় সামাল দেওয়ার জন্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- মহা শিবরাত্রি তিথিতে ভক্তদের ঢল প্রাচীন রাঢ়েশ্বর মন্দিরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল