আওয়াজের কম্পনে ফাটল দেখা দিচ্ছে বাড়িতে। ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। এমনই অভিযোগ তুললেন আসানসোলের ৭৪ নম্বর ওয়ার্ডের মিঠানি এলাকার মুচিকুলি ও বাউড়ি পাড়া এলাকার বাসিন্দারা।
আসানসোল: কয়লা খনিতে ব্লাস্টিং এর জেরে ফাটল দেখা দিচ্ছে বাড়িতে। বিগত মাস তিনেক ধরে কয়লা উত্তোলনের জন্য ব্লাস্টিং করছে ইসিএল কর্তৃপক্ষ। আর সেই আওয়াজের কম্পনে ফাটল দেখা দিচ্ছে বাড়িতে। ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। এমনই অভিযোগ তুললেন আসানসোলের ৭৪ নম্বর ওয়ার্ডের মিঠানি এলাকার মুচিকুলি ও বাউড়ি পাড়া এলাকার বাসিন্দারা। এই দুই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস ধরে কয়লা উত্তোলনের জন্য খনিতে ব্লাস্টিং করছে ইসিএল কর্তৃপক্ষ। সেই আওয়াজে কম্পন অনুভূত হচ্ছে এই সমস্ত এলাকায়। আর তার জেরে ফাটল দেখা দিচ্ছে বিভিন্ন বাড়িতে। বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেছেন তারা। তাদের আরও অভিযোগ, এই বিষয়ে ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। এখনো সেই এক চলছে ব্লাস্টিং। আর তার জেরে দেখা দিচ্ছে বাড়িতে ফাটল। স্থানীয় বাসিন্দারা বলছেন, বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না মেলায়, তারা বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই অভিযোগ পাওয়ার পরেই ইসিলের তরফ থেকে জানা গিয়েছে, কর্তৃপক্ষের আধিকারিকরা ওই এলাকা পরিদর্শনে যাবেন। তবে কয়লা উত্তোলনের জেরে যেভাবে বাড়ি গুলিতে ফাটল দেখা দিচ্ছে, তার সমাধান কি, তা এখনো জানেন না স্থানীয় বাসিন্দারা। তাদের আশ্রয়স্থল নিয়ে চিন্তায় মুচিকুলি ও বাউরি পাড়ার মানুষজন। বড় বিপদ হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। অনেকেই চাইছেন পুনর্বাসন। তারা বলছেন, আগেভাগে সাবধান হতে না পারলে যে কোন সময় বড়সড় দুর্ঘটনা হতে পারে। যা প্রাণহানির কারণ হতে পারে। তাই তারা ইসিএল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত সমাধানের আবেদন জানাচ্ছেন।