TRENDING:

Paschim Bardhaman: ধর্মঘট হঠাতে গিয়ে দুর্গাপুরে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি

Last Updated:

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে বাম কর্মী-সমর্থকদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের। বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন এক পুলিশকর্মী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: ধর্মঘট সফল করতে গিয়ে উত্তপ্ত হল দুর্গাপুর। সোমবার সকালে বনধ সফল করতে রাস্তায় নেমেছিলেন বাম কর্মী-সমর্থকরা। কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে বাম কর্মী-সমর্থকদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের। বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন এক পুলিশকর্মী। দুর্গাপুরের কোকওভেন থানার এক পুলিশ কর্মীকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ধর্মঘটের দিন এমনই চাঞ্চল্যকর ছবি ধরা পড়েছে দুর্গাপুরে। দুর্গাপুর বাঁকুড়া মোড়ে ব্যস্ত রাস্তায় মিছিল করতে নামেন বাম কর্মী সমর্থকরা। বিক্ষোভ মিছিলে হাজির ছিলেন বামেদের শ্রমিক সংগঠনের নেতা পঙ্কজ রায়। ধর্মঘট সফল করতে বাঁকুড়া মোড় এর ব্যস্ত রাস্তায় অবরোধ করা হয়। ঘটনার খবর পেয়ে পৌঁছয় দুর্গাপুর কোকওভেন থানার পুলিশ। ধর্মঘট তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় ধর্মঘট সমর্থকদের। এই বিক্ষোভে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শ্লোগান দেওয়া হচ্ছিল। পুলিশ সেই ধর্মঘট তুলতে গেলে ব্যাপকভাবে ধস্তাধস্তি শুরু হয় বনধ সমর্থকদের সঙ্গে। সেই সময় ব্যাপক ধস্তাধস্তিতে এক পুলিশ কর্মী জখম হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এ বিষয়ে বামনেতা পঙ্কজ রায় বলেছেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ধর্মঘট। যদি বনধ অসফল করতে ব্যাপকভাবে সক্রিয় হয়ে পড়েছে রাজ্য সরকার। এ বিষয়ে তিনি কেন্দ্রের সঙ্গে রাজ্যের সমঝোতা রয়েছে বলে অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, যদি এই ধর্মঘট অসফল করতে পুলিশ অতি সক্রিয় হয়, তাহলে বাম কর্মীরা নিজেদের মধ্যে পদক্ষেপ করবে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের বেশকিছু নীতির বিরুদ্ধে দু'দিনব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ট্রেড ইউনিয়ন। বামেদের ডাকা ৪৮ ঘন্টা বনধের ডাক দেওয়া হয়েছে সোমবার এবং মঙ্গল বার। কিন্তু ধর্মঘটের প্রথম দিন অর্থাৎ সোমবার শহর আসানসোলে খুব বেশি প্রভাব পড়তে দেখা যায়নি। যদিও ধর্মঘটের প্রথম দিন বনধ সফল করতে রাস্তায় নেমেছিলেন বাম কর্মী-সমর্থকরা। রাস্তা অবরোধ করে কিছুক্ষণ বনধ সফল করার চেষ্টা চালানো হয়। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হয় পুলিশ। ধর্মঘট তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বনধ সমর্থকদের। কিন্তু জেলাজুড়ে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক ছিল পরিষেবা। ধর্মঘট অসফল করতে রাজ্য সরকার কড়া পদক্ষেপ করেছে। নবান্নের তরফ থেকে বেশকিছু নির্দেশিকা জারি করা হয়েছে। ফলে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক ছিল পরিষেবা। যদিও জেলার বেশ কিছু জায়গায় ধর্মঘট সফল করার জন্য বিক্ষিপ্ত কিছু ছবি ধরা পড়ছে। যার মধ্যে দুর্গাপুরের ধর্মঘটের এই ছবি রীতিমতো আতঙ্কিত করেছে পথচলতি সাধারণ মানুষকে।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: ধর্মঘট হঠাতে গিয়ে দুর্গাপুরে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল