ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন। মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ করতে দেখা গেল আসানসোলের বিভিন্ন এলাকায়। মঙ্গলবার সকালে কুলটি থানার অন্তর্গত চৌরঙ্গী ফাঁড়ি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করেন। চৌরঙ্গীর বিভিন্ন গ্রামে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানদের সঙ্গে ছিলেন কুলটি থানা এবং চৌরঙ্গী ফাঁড়ির আধিকারিকরা।
advertisement
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ চালাচ্ছেন। শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন। যাতে নির্বাচনের দিন কোনরকম অশান্তি না হয়, তার জন্য বিশেষভাবে সক্রিয় রয়েছেন পুলিশকর্মীরা। কোন বহিরাগত ঢুকে যাতে কোনো অশান্তি সৃষ্টি করতে না পারে, তার জন্য শহরের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি আসানসোল ঝাড়খণ্ড সীমান্তে নিয়মিত নাকা চেকিং করা হচ্ছে। যেখান থেকে নাকা চেকিংয়ের সময় প্রচুর পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। তার মধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে রুট মার্চ করছেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায়।