TRENDING:

West Bardhaman News- ছায়াসঙ্গী স্ত্রীকে সঙ্গে নিয়ে আসানসোলে ভোট দিলেন দৃষ্টিশক্তিহীন এক ব্যক্তি

Last Updated:

এই ব্যাপারে দৃষ্টিশক্তিহীন ওই ব্যক্তির স্ত্রী নাজমা খাতুন জানিয়েছেন, তিনি তার স্বামীর হয়ে ভোট দান করেছেন। প্রতিবার ভোটের সময় এভাবেই স্বামীর হয়ে ভোট দান করেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান- আসানসোলে ১০৫ নম্বর ওয়ার্ডে দৃষ্টিশক্তিহীন স্বামীকে নিয়ে ভোট দিলেন স্ত্রী। স্বামীর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন তার স্ত্রী। আসানসোল পৌর নির্বাচনের দিন শনিবার ১০৫ নম্বর ওয়ার্ডে দেখা গিয়েছে এই ছবি। স্বামীর সঙ্গে ভোট দিতে বুথে ছায়াসঙ্গীর মত ছিলেন স্ত্রী। এই ব্যাপারে দৃষ্টিশক্তিহীন ওই ব্যক্তির স্ত্রী নাজমা খাতুন জানিয়েছেন, তিনি তার স্বামীর হয়ে ভোট দান করেছেন। প্রতিবার ভোটের সময় এভাবেই স্বামীর হয়ে ভোট দান করেন তিনি। ভোটগ্রহণ কেন্দ্রের ভিতর প্রিসাইডিং অফিসারের অনুমতিতে ভোট দান করা হয়েছে। স্বামীর দৃষ্টি শক্তি না থাকায়, তার হয়ে ভোট দিয়েছেন তিনি। এই বিষয়ে দৃষ্টিশক্তিহীন ব্যক্তি আহমেদ হোসেন জানিয়েছেন, তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দান করেছেন। তার হয়ে ভোট দিয়েছেন তার স্ত্রী। ভোটগ্রহণ কেন্দ্রের ভেতরে যাওয়ার পর দায়িত্বে থাকা আধিকারিকদের অনুমতিক্রমেই তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন। অন্যদিকে, স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দেওয়ার ব্যাপারে বিতর্কের সূত্রপাত ঘটিয়েছেন এক বিজেপি নেতা। ১০৫ নম্বর ওয়ার্ডের বিজেপির নির্বাচনী এজেন্ট সৈকত চ্যাটার্জী বলেছেন, দৃষ্টিশক্তি হীন ব্যক্তির ভোট দেওয়ার জন্য বিশেষ কিছু নিয়মকানুন রয়েছে। তার জন্য ফর্ম ফিলাপ করে ভোট দেওয়ার প্রয়োজন ছিল। তার অভিযোগ, নিয়মকানুন মেনে ভোট দেওয়া হয়নি। এ প্রসঙ্গে প্রিসাইডিং অফিসার সংবাদমাধ্যমের সামনে বিশেষভাবে মুখ খুলতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন, ব্লাইন্ড ফর্ম ফিলাপ করেই দৃষ্টিশক্তিহীন ওই ব্যক্তি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- ছায়াসঙ্গী স্ত্রীকে সঙ্গে নিয়ে আসানসোলে ভোট দিলেন দৃষ্টিশক্তিহীন এক ব্যক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল