অগ্নিমিত্রা পল বলেছেন, "আসানসোলে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন, তিনি যদি জিতেও যান, তাহলেও তিনি সবসময় এলাকার মানুষের পাশে থাকবেন না। কিন্তু অগ্নিমিত্রা পল সবসময় আসানসোলের মানুষের পাশে ছিলেন। গত এক বছর ধরে আমি আসানসোলের জন্য কাজ করছি। তাই আসানসোল নিজের মেয়েকে চায়।" নিজের জয় সম্পর্কে যে তিনি নিশ্চিত, তা বোঝাতে গিয়ে তৃণমূলের স্লোগান ব্যবহার করেছেন অগ্নিমিত্রা পল।
advertisement
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের 'বাংলা নিজের মেয়েকে চায়' স্লোগান ব্যাপকভাবে সাফল্য পেয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে এই স্লোগান ব্যবহার করেছিল ঘাসফুল শিবির। যা এদিন কার্যত ছিনিয়ে নিয়েছেন আসানসোলের বিজেপি প্রার্থী। যদিও বিজেপি প্রার্থীর তৃণমূলের স্লোগান ব্যবহার করাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েন নি ঘাসফুল শিবিরের নেতারা।
advertisement
Location :
First Published :
Mar 21, 2022 2:12 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- তৃণমূলের স্লোগান ছিনিয়ে অগ্নিমিত্রার মুখে 'আসানসোল নিজের মেয়েকে চায়'