ফের আসানসোলে ভোট প্রচারে কাচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। পুরসভার দুই তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করতে আসেন ভুবন বাদ্যকর। ৭৮ ও ৯৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের জন্য প্রচার করেন তিনি। গান গেয়ে শুনিয়েছেন। পাশাপাশি তৃণমূল প্রার্থীদের ভোট জেতানোর আর্জি জানান। যদিও বহু মানুষ ভিড় জমিয়েছিলেন শিল্পীকে দেখতে। সেখানে কোভিড বিধি না মানার অভিযোগ তুলেছেন অনেকেই।