আসানসোলে উদ্বোধন হল নতুন বটুকেশ্বর শিব মন্দিরের। আসানসোলের মহিশিলার বটতলা বাজার এলাকায় তৈরি হয়েছে নবনির্মিত এই শিব মন্দির। শিবরাত্রি তিথিতে উদ্বোধন করা হয়েছে এই মন্দিরের।
আসানসোল: মহা শিবরাত্রি তিথিতে নতুন উপহার পেলেন আসানসোলবাসী। আসানসোলে উদ্বোধন হল নতুন বটুকেশ্বর শিব মন্দিরের। আসানসোলের মহিশিলার বটতলা বাজার এলাকায় তৈরি হয়েছে নবনির্মিত এই শিব মন্দির। শিবরাত্রি তিথিতে উদ্বোধন করা হয়েছে এই মন্দিরের। মহা শিবরাত্রি তিথিতে বেনারস থেকে ব্রাহ্মণ এসে মন্দির প্রতিষ্ঠার পূজা পাঠ করেছেন। পাশাপাশি চলছে মহা শিবরাত্রি উপলক্ষে পুজো। নতুন এই মন্দিরে নেমেছে ভক্তদের ঢল। চলছে শিবের মাথায় জল ঢালার কাজ। আনুমানিক ২৫ লক্ষ টাকা ব্যয় করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দির কমিটির সদস্যদের দীর্ঘ কয়েক বছরের পরিকল্পনা এবং উদ্যোগে এই বটুকেশ্বর শিব মন্দির তৈরি করা হয়েছে। আনুমানিক ২৫ লক্ষ টাকা ব্যয় করে বিভিন্ন বিখ্যাত শিব মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এই মন্দির তৈরি করার পিছনে রয়েছে স্থানীয় মহিলাদের দাবি। আসানসোলের এই এলাকায় সেই অর্থে বড় শিব মন্দির ছিল না। ফলে শিবরাত্রি বা শ্রাবণ মাসের সোমবারের মতো তিথিগুলিতে স্থানীয় মহিলাদের জল ঢালতে অনেক দূরে যেতে হত। তাদের অসুবিধার কথা ভেবেই নতুন এই বটুকেশ্বর শিব মন্দির তৈরীর পরিকল্পনা করা হয়। দেবাদিদেবের ১০৮ টি নাম এর মধ্যে থেকে বটুকেশ্বর নামটি বেছে নিয়েছেন উদ্যোক্তারা। তারা বলছেন, অন্যান্য নামের বেশকিছু শিব মন্দির আশপাশে থাকলেও বটুকেশ্বর নামের শিব মন্দির এলাকায় ছিল না। তাই বটুকেশ্বর নামটি বেছে নিয়ে মন্দির তৈরি করা হয়েছে। বেনারস থেকে ব্রাহ্মণরা এসে প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি শিবরাত্রি উপলক্ষে চলছে পুজোপাঠ। নতুন মন্দির পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা ও আসানসোলের মানুষজন। স্থানীয়রা বলছেন, নবনির্মিত বটুকেশ্বর শিব মন্দির হওয়ার ফলে যেমন স্থানীয়দের পুজো পাঠের সমস্যা দূর হবে, ঠিক তেমনভাবেই এলাকার দর্শনীয় মন্দির হিসেবে উঠে আসবে এই মন্দিরের নাম।