#পশ্চিম বর্ধমান- ছাইয়ের ডাম্পার আটকে অন্ডালের ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে বিক্ষোভে সামিল হলেন অন্ডাল এলাকার বাসিন্দারা। অভিযোগ, ওভারলোডেড ছাইয়ের ডাম্পার চলছে বেশ কয়েক মাস ধরে কর্তৃপক্ষকে বলা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। উল্টে দূষণ যন্ত্রনায় জেরবার হয়ে যাচ্ছেন এলাকার মানুষজন। এই যন্ত্রনা থেকে মুক্তি পেতে বিক্ষোভে সামিল অন্ডালের বাসিন্দারা। উত্তেজিত এলাকাবাসী ছাই ভর্তি সমস্ত ডাম্পার আটকে দেয় ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে। অবিলম্বে দূষণ যন্ত্রণার মুক্তি চেয়েছেন তারা।