ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গিয়েছে, এখনো সুস্থ আছেন মেয়ে। তাদের সঙ্গে যোগাযোগ রাখার সবরকম চেষ্টা করা হচ্ছে। এবং জানানো হয়েছে, এখনো পর্যন্ত যে সমস্ত পড়ুয়ারা ইউক্রেনে আটকে রয়েছেন, তাদের পোল্যান্ড বর্ডার দিয়ে দেশে ফেরানোর চেষ্টা করছে। রোমানিয়ার পরিস্থিতি ধীরে ধীরে গরম হয়ে উঠছে। এই দেশে ভারতীয় ভিড় বাড়ছে। তাই পোল্যান্ড দিয়ে তাদের দেশে ফেরানোর কথা ভাবা হচ্ছে। যদিও বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দূতাবাসের সঙ্গে যোগাযোগ না করে কেউ যেন কোথাও না যান।
advertisement
তবে মেয়ের খোঁজ খবর না পেয়ে চিন্তা কাটছে না পরিবারের। তারা বারবার প্রশাসনের কাছে আবেদন করছেন, যত দ্রুত সম্ভব মেয়েকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে আনা হোক। কিন্তু যুদ্ধের ষষ্ঠ দিনে ইউক্রেনের ওপর আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে রাশিয়া। ইতিমধ্যেই প্রাণ গিয়েছে এক ভারতীয় পড়ুয়ার। এইসব চিত্র দেখে রীতিমতো আতঙ্কিত আসানসোলের পরিবার। তবে প্রশাসনের কাছ থেকে আশ্বাস মিলেছে, দ্রুত বাড়ি ফিরিয়ে আনা হবে মেয়েকে। কিন্তু মেয়ে বাড়িতে পা রাখা পর্যন্ত দুশ্চিন্তার গ্রাস থেকে মুক্তি পাচ্ছেন না সাজিদ আক্তার ও তার পরিবার।