আসানসোল: দুই বাস মালিক সংগঠনের দ্বন্ধের জেরে বন্ধ আসানসোল কৃষ্ণনগর রুটের বেসরকারি সমস্ত বাস। বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছেন বাসের যাত্রীরা। পানাগড় বাস মালিক সংগঠনের এক বাস মালিক অভিষেক সামন্তর দাবি, তাদের বাস কৃষ্ণনগর ঢুকলেই আটক করে রেখে দিচ্ছে সেখানকার বাস মালিক সংগঠন। এখনও পর্যন্ত দুটি বাস আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সেই বাস আর ফেরত করছে না কৃষ্ণনগরের বাস মালিকরা, অভিযোগ এমনটাও।অভিযোগ, সেখানকার বাস মালিক সংগঠনের জোর পূর্বক অত্যাচারের জেরে পশ্চিম বর্ধমান জেলার কোনো বাস কৃষ্ণনগর ঢুকতে পারছে না।ফলে ক্ষতির মুখে পড়েছেন পশ্চিম বর্ধমান জেলার বাস মালিক সংগঠনের সদস্যরা। ইতিমধ্যে এই বিষয়ে নদীয়া জেলা পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ তার। তাই বাধ্য হয়ে এবার পানাগড় বাস মালিক সংগঠনের বাস মালিকরা, কৃষ্ণনগরের বাস মালিকদের বাস আটকানো শুরু করে সকাল থেকেই। কৃষ্ণনগরের বাস মালিকের দুটি বাস মাঝ রাস্তায় দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। অগত্যা পায়ে হেঁটে নিজেদের গন্তব্যের উদ্যেশ্যে রওনা দেন যাত্রীরা। পানাগড়ে আটকে পড়া বাসের কর্মী রঞ্জিত দে জানিয়েছেন, বাস চালাতে গেলে কাউন্টার নিতে হয়। যেখান থেকে বাসের বুকিং হয়। একটা নির্দিষ্ট সময়ের পরেই বাস মালিক কাউন্টার পায়। কিন্তু সেটা না থাকার জন্যই পানাগড়ের এক বাস মালিকের দুটি বাস কৃষ্ণনগরে আটকে দেওয়া হয়েছে। যার ফলে কৃষ্ণনগর থেকে ফেরার পথে কৃষ্ণনগরের বাস মালিকদের ৩টি বাস আটকে দেওয়া হয় পানাগড় বাজারে। আপাতত দুই সংগঠনের দ্বন্ধে বন্ধ কৃষ্ণনগর থেকে পশ্চিম বর্ধমান জেলার বাস পরিষেবা।