TRENDING:

Paschim Bardhaman: সকাল থেকে শুরু হয়েছে মসনদ দখলের লড়াইয়ের গণনা

Last Updated:

আসানসোল পলিটেকনিক কলেজে মোট ৫৩ টি টেবিলে শুরু হয়েছে ভোট গণনা। সকাল আটটা শুরু হওয়া গণনা চলবে ১১ টা পর্যন্ত। আবার দ্বিতীয়ার্ধের গণনা শুরু হবে সকাল ১১ টা থেকে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: পুরসভার মসনদ যাবে কার দখলে, তার লড়াই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শহরবাসী নিজেদের রায়দা করেছেন। মানুষের রায় গিয়েছে কোন পক্ষের দিকে, তার গণনা শুরু হয়েছে। আজ চলছে চার পুরনিগমের ফল গণনা। যার মধ্যে রয়েছে আসানসোল পুরসভাও। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনার কাজ। আসানসোল পলিটেকনিক কলেজ শুরু হয়েছে ভোট গণনা। কড়া নিরাপত্তা রয়েছে গণনা কেন্দ্রের বাইরে এবং ভিতরে। রয়েছে সিসিটিভি ক্যামেরা। হাজির হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্ম কর্তারা। আসানসোল পলিটেকনিক কলেজে মোট ৫৩ টি টেবিলে শুরু হয়েছে ভোট গণনা। সকাল আটটা শুরু হওয়া গণনা চলবে ১১ টা পর্যন্ত। আবার দ্বিতীয়ার্ধের গণনা শুরু হবে সকাল ১১ টা থেকে।
advertisement

গণনা কেন্দ্রে সমস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীরা হাজির হয়েছেন। পাশাপাশি রয়েছেন পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তারা। গণনা কেন্দ্রের বাইরে যাতে কোন রকম অশান্তির সৃষ্টি না হয়, সেদিকে কড়া নজর রয়েছে পুলিশের। তাছাড়াও পুরো গণনা কেন্দ্র জুড়ে ব্যবহার করা হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। কোন ওয়ার্ডের মানুষের রায়, কোন প্রার্থীর দিকে যাবে, তারই গণনা চলছে। গণনা কেন্দ্রে হাজির হয়েছেন প্রার্থীরাও। অপেক্ষা করছেন রায় ঘোষণার। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যাবে ফল ঘোষণার কাজ। শেষ হাসি হাসবে কোন কোন প্রার্থী, কোন প্রার্থীর ফিরে যেতে হবে খালি হাতে, সেদিকে নজর রয়েছে সবার। টানটান উত্তেজনা রয়েছে ভোট গণনাকে কেন্দ্র করে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আনন্দ-উল্লাসে মেতে করতে প্রস্তুত হয়ে রয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: সকাল থেকে শুরু হয়েছে মসনদ দখলের লড়াইয়ের গণনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল