গণনা কেন্দ্রে সমস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীরা হাজির হয়েছেন। পাশাপাশি রয়েছেন পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তারা। গণনা কেন্দ্রের বাইরে যাতে কোন রকম অশান্তির সৃষ্টি না হয়, সেদিকে কড়া নজর রয়েছে পুলিশের। তাছাড়াও পুরো গণনা কেন্দ্র জুড়ে ব্যবহার করা হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। কোন ওয়ার্ডের মানুষের রায়, কোন প্রার্থীর দিকে যাবে, তারই গণনা চলছে। গণনা কেন্দ্রে হাজির হয়েছেন প্রার্থীরাও। অপেক্ষা করছেন রায় ঘোষণার। সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যাবে ফল ঘোষণার কাজ। শেষ হাসি হাসবে কোন কোন প্রার্থী, কোন প্রার্থীর ফিরে যেতে হবে খালি হাতে, সেদিকে নজর রয়েছে সবার। টানটান উত্তেজনা রয়েছে ভোট গণনাকে কেন্দ্র করে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আনন্দ-উল্লাসে মেতে করতে প্রস্তুত হয়ে রয়েছেন।
advertisement
Location :
First Published :
February 14, 2022 10:41 AM IST