TRENDING:

Paschim Bardhaman: নির্বাচন উপলক্ষ্যে অকাল হোলিতে মেতে উঠতে প্রস্তুত আসানসোল

Last Updated:

বিক্রেতারা বলছেন, ভোটের ফল ঘোষণা শুরু হলে আবিরের বিক্রি আরও বাড়বে। তবে এখনো পর্যন্ত বাজারের হিসাব দেখে বিক্রেতারা বলছেন, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সবুজ আবির। তার পরেই রয়েছে গেরুয়া আবির। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: নির্বাচন উপলক্ষে অকাল হলিতে মেতে উঠতে প্রস্তুত আসানসোল। আসানসোলের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে নানা রঙের আবির। গেরুয়া, সবুজ বিভিন্ন আবিরের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবিরের বিক্রি। রবিবার রাত থেকেই বিভিন্ন দলের কর্মী সমর্থকরা আবীর নিয়ে যাচ্ছেন। বিক্রেতারা বলছেন, ভোটের ফল ঘোষণা শুরু হলে আবিরের বিক্রি আরও বাড়বে। তবে এখনো পর্যন্ত বাজারের হিসাব দেখে বিক্রেতারা বলছেন, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সবুজ আবির। তার পরেই রয়েছে গেরুয়া আবির। মূলত সবুজ এবং গেরুয়া আবীর উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে আসানসোলের বাজারগুলিতে। বিভিন্ন বাজারে আবিরের রমরমা দেখে খুব সহজেই অনুমেয়, এই খনিশহর নির্বাচন উপলক্ষে অকাল হোলিতে মেতে উঠতে চলেছে। আসানসোল পুরনিগমের মসনদ কার দখলে যাবে, তার ঘোষণা হওয়া বাকি রয়েছে মাত্র। ইতিমধ্যেই মানুষ তাদের রায় ঘোষণা করেছেন। রায় কোন পক্ষে গিয়েছে, তারই গণনা চলছে আসানসোল পলিটেকনিক কলেজে। সেখানে রয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা।বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও হাজির রয়েছেন সেখানে। তবে এখন চলছে ভাগ্য গননা। ফল ঘোষণা হওয়ার পরেই বিভিন্ন দলের সমর্থকরা উল্লাসে মেতে উঠতে প্রস্তুতি সেরে নিচ্ছেন। বিভিন্ন দলীয় পতাকা, ব্যানার তৈরি করে রাখা হয়েছে। বিক্রি হচ্ছে আবির। সবুজ, গেরুয়া ছাড়াও অন্যান্য রঙের আবির বিক্রি হচ্ছে। তবে বিজয় উল্লাস পালন করতে গিয়ে যাতে কোভিড বিধি লঙ্ঘিত না হয়, সেদিকে নজরদারি চালাবে প্রশাসন। তাছাড়াও বিজয় উল্লাস করতে গিয়ে যাতে কোনরকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না তৈরি হয়, সেদিকেও প্রশাসনিক কর্মকর্তারা নজর রাখছেন।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: নির্বাচন উপলক্ষ্যে অকাল হোলিতে মেতে উঠতে প্রস্তুত আসানসোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল