TRENDING:

এখনই মিলছে না রেহাই, আজও রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত কয়েকদিন ধরে প্রবল বর্ষায় বেহাল অবস্থা হয়েছে কলকাতা-সহ গোটা রাজ্যের বাসিন্দাদের ৷ কোথাও হাঁটু জল, তো কোথাও আবার অঝোর বর্ষণে নাজেহাল হওয়ার ঘটনার সাক্ষী হতে হয়েছে বহু মানুষকে ৷ এই অবস্থা থেকে এখনই রেহাই মিলছে না ৷
advertisement

আজ শনিবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সপ্তাহ শেষেও মিলছে না বৃষ্টির হাত থেকে রেহাই ৷ আজও রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজও ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়ায় ৷ এর পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, ঝাড়গ্রাম, পঃ মেদিনীপুর,পঃ বর্ধমানেও ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায় ৷ দুই ২৪ পরগনাতেও হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ হাওয়া মহল জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার জেরেই রাজ্যজুড়ে বৃষ্টি হতে পারে ৷ ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে ৷ ঝাড়খণ্ড,বিহার ও সংলগ্ন বাংলায় নিম্নচাপ ৷ আগামিকাল থেকে উঃবঙ্গে বৃষ্টি বাড়তে পারে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
এখনই মিলছে না রেহাই, আজও রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা