দক্ষিণের বেশিরভাগ চোট পাম্পিং স্টেশনগুলিতেই জল যায় গার্ডেনরিচ থেকে ৷ ফলে কালিঘাট, চেতলা, পর্ণশ্রী, বাঁশদ্রোণী, গল্ফ গ্রিন, রানিকুঠি, গার্ডেনরিচ, গড়ফা-সহ গাঁধী ময়দান, সেনপল্লি, প্রফুল্লনগরের ছোট পাম্পিং স্টেশনগুলিতে বন্ধ থাকবে জলসরবরাহ ৷
পুরসভা সূত্রে খবর, ২৪ ঘণ্টা সময় লাগবে মেরামতির কাজে ৷ অর্থাৎ আগামিকাল, রবিবার ফের স্বাভাবিক হবে জল সরবরাহ পরিষেবা ৷
advertisement
আরও পড়ুন: ক্রমশ উত্তরে সরছে মৌসুমী অক্ষরেখা, অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে
Location :
First Published :
June 30, 2018 10:32 AM IST