TRENDING:

ভারতের প্রাণ স্বামী বিবেকানন্দ, সবার স্বামীজি

Last Updated:

এ কোনও সাধারণ মানুষের ঘরে ফেরা নয়, ভারতের প্রাণ যেন ভারতেই ফিরে এসেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতের প্রাণ, মূর্ত মানবতা, যুবসম্প্রদায়ের আদর্শ তিনি ৷ একদিকে ভারতের মুখ বিশ্বের দরবারে প্রকাশ করিয়ে ছিলেন তিনিই ৷ যাঁর সম্বন্ধে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন 'If you want to know about India study Vivekanada.' তিনি আর কেউ নন আমাদের আমাদের বার প্রিয় স্বামীজি ৷ ভারতকে বিশ্বের দরবারে যিনি প্রথম উপস্থাপন করেছিলেন ৷ ভারতের অস্থিত্ব প্রকাশ করেছিলেন তিনিই ভারতের প্রাণ স্বামী বিবেকানন্দ ৷
advertisement

আরও পড়ুন : বাবা লোকনাথের মতাদর্শ মেনে চললেই আপনিই হবেন সবার প্রিয়-ভালবাসার মানুষ

'My dear brother and sister of America.' এই বাক্য আগে আমেরিকাবাসী সম্বন্ধে কেউই ভাই বা বোন বলে তাঁদের কেউই সম্বোধন করেননি ৷ এর অপার টান, ভালবাসার সম্পর্কর বন্ধন ৷ মানুষের প্রতি মানুষের সম্মানের বহিঃপ্রকাশ ৷ বিশ্বের দরবারে ভারতকে তুলে ধরা ৷ শিক্ষা, নারীকল্যাণ, সমাজ সংস্কার বিবেকানন্দ আমাদের চেতনার অন্যতম নাম ৷ তিনিই প্রথম ভারতবাসীকে অজ্ঞতার অন্ধকার থেকে চেতনার আলোয় নিয়ে গিয়েছেন ৷

advertisement

আরও পড়ুন : নখে এই রকম চাঁদ চিহ্ন থাকলে সৌভাগ্য আসবে আপনার জীবনে

শিকাগো বক্তৃতা সেরে ভারতে ফেরারসময়ে গুণীজনেরা বলেছিলেন এ কোনও সাধারণ মানুষের ঘরে ফেরা নয়, ভারতের প্রাণ যেন ভারতেই ফিরে এসেছে ৷ একবার বিদেশ থেকে ফিরেছিলেন যখন তখনই মার্গারেট নোবেলকে সঙ্গে নিয়ে এসেছিলেন ৷ সেই মার্গারেট নোবেলই পরবর্তী সময়ে ভগিনী নিবেদিতা রূপে সমাজ সংস্কার করেছিলেন ৷ নারীশিক্ষা, সমাজের প্রগতি সব কিছুতেই তিনি স্বামীজির দেখানো পথে অগ্রসর হয়েছিলেন ৷ ১২ জানুয়ারি বিবেকানন্দের শুভ জন্মদিন আমরা পালন করি যুব দিবস হিসেবে ৷

advertisement

আরও পড়ুন : বাবা লোকনাথের পুজোয় এই উপকরণ রাখলেই সন্তুষ্ট তিনি, আপনি হবেন সুখী

সেরা ভিডিও

আরও দেখুন
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
আরও দেখুন

যুব সম্প্রদায়ের উপর তাঁর এক আলাদা আস্থা ছিল ৷ তিনি দেশের উন্নতি জন্য যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন ৷ এক আদর্শ দেশ স্থাপনে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ৷ তিনি এক সর্বজয়ী মানুষ ৷ তাঁর সঙ্গে সব সময়েই ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা মায়ের আশীর্বাদ রয়েছে ৷ তাই তিনি কি কখনও পিছিয়ে থাকতে পারেন ৷ তিনি আজকের ভারতের যতখানি উন্নতি, অগ্রগতির প্রধান কারিগর ৷ আমাদের প্রাণ, আমাদের চেতনার ফুল ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভারতের প্রাণ স্বামী বিবেকানন্দ, সবার স্বামীজি