আসলে তাঁর মনটা যে একদম ভালো নেই ৷ আগেও নিজের সোশ্যাল ওয়ালে বন্যাদুর্গতদের প্রতি সহানুভূতি জানিয়েছিলেন ৷ এবার ট্রেন্টব্রিজ টেস্ট জিতে সেই জয়কে উৎসর্গ করলেন কেরল বন্যাদুর্গতদের জন্য ৷ দেশের একটা অংশ এখন অন্যতম বড় প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে লড়াই করছে ৷
বিরাট বলেছেন , ‘‘এই জয় আমরা কেরলে বন্যাদুর্গতদের জন্য উৎসর্গ করল, ক্রিকেটার হিসেবে যেটুকু আমরা করতে পারি এটা সেটুকুই ৷ ’’
advertisement
কোহলি এই টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ৷ করেছেন ৯৭ ও ১০৩ রান করেছেন ৷ বিরাট কোহলি যদিও দলের জয়ে দারুণ খুশি ৷ তিনি জানিয়েছেন, ‘‘এই জয়টা ভীষণ প্রয়োজন ছিল ৷ এই সিরিজে-জিইয়ে রাখতে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ ৷ আমরা প্রতিটা বিভাগেই ক্লিনিকাল পারফরম্যান্স দিয়েছি ৷ আমাদের গোটা ড্রেসিংরুমের জন্য এই জয় ৷ কখনই প্যানিক করিনি ৷ একমাত্র লর্ডসে আমরা সববিভাগেই পর্যদুস্ত হয়েছি ৷ ’’
আরও পড়ুন - মদ্যপান ছাড়বেন ভাবছেন ! জানেন কী সঙ্গে সঙ্গে এই ৮ টি প্রভাব পড়বে আপনার ওপর
এর পাশাপাশি কোহলি নিজের স্ত্রী অনুষ্কা শর্মাকেও ধন্যবাদ জানাতে ভোলেননি ৷ তিনি জানিয়েছেন, ‘‘ আমার ম্যান অফ দ্য ম্যাচ স্ত্রী অনুষ্কা শর্মাকে উৎসর্গ করতে চাই ৷ ও সবসময় আমাকে মোটিভেট করে যখন আমার খারাপ সময় থাকে ও আলোর মতো আমার কাছে থাকে ৷ আগেও অনেকবার করেছে এখনও করছে ৷ ’’