আয়ের হিসেবে বিরাটের থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন জকোভিচ এবং অ্যাগুয়েরো ৷ তাঁদের দু’জনের আয়ের পরিমাণ বছরে ২৩ মিলিয়ন মার্কিন ডলার ৷ দু’জনেই তাই যু্গ্মভাবে তালিকায় ৮৬ নম্বরে রয়েছেন ৷ ফোর্বসের ধনী অ্যাথলিটদের তালিকায় অবশ্য এবারও সবার উপরে রয়েছেন হেভিওয়েট বক্সার ফ্লয়েড মেওয়েদার ৷ আমেরিকার এই বক্সারের বার্ষিক আয় ভারতীয় টাকার অঙ্কে প্রায় ২ হাজার কোটি টাকা ৷ এবছর অবশ্যএকটা নতুন ঘটনা ঘটেছে এই তালিকায় ৷ ফোর্বসের সবচেয়ে ধনী অ্যাথলিটদের তালিকায় নেই কোনও মহিলা অ্যাথলিটের নাম ৷ গতবছর একমাত্র সেরেনা উইলিয়ামস ছিলেন ১০০ জনের এই তালিকায় ৷
advertisement
ভারত অধিনায়ক বিরাট কোহলির জনপ্রিয়তা যেমন দিন দিন বেড়ে চলেছে ৷ তেমনি বার্ষিক আয়ের অঙ্কেও অনেকদেরই এখন পিছনে ফেলে দিয়েছেন কোহলি ৷ গত বছর ফোর্বসের এই তালিকায় ৮৯ নম্বরে ছিলেন তিনি ৷ এবছর আরও ৬ ধাপ উপরে উঠে এসেছেন বিরাট ৷