গরবছর এপ্রিল মাসে, ৭০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিনোদ। ব্লাডার ক্যানসারে আক্রান্ত হয়ে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন।
কেরিয়ারের প্রথমদিকে, 'মেরা গাঁও মেরা দেশ', 'পূরব অওর পশ্চিম'-এর মতো ছবিতে, হিরো নয়, ভিলেনের চরিত্রে দেখা মিলত বিনোদ খান্নার। ১৯৭১-এ 'হাম তুম অওর উহ'-তেই প্রথম হিরোর চরিত্রে অভিনয়! সেই শুরু...! শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ৩ বছর আগে, শাহ রুখ খান আর কাজল অভিনীত 'দিলওয়ালে'-তে।
advertisement
জাতীয় পুরস্কারের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৩ মে।
আরও পড়ুন: জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেলেন শ্রীদেবী !
Location :
First Published :
April 13, 2018 7:09 PM IST