TRENDING:

এই গ্রামে মানুষের দিন কাটে অনাহারে, নেই রেশন কার্ডও

Last Updated:

২০০৫ সালে যখন বড় ছেলের মৃত্যু হয়েছিল মনবরার বড় ছেলের মৃত্যু হয়েছিল তখন বাড়ির অবস্থা তেমন করুণ ছিলনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝাড়খণ্ড: ২০০৫ সালে যখন বড় ছেলের মৃত্যু হয়েছিল মনবরার বড় ছেলের মৃত্যু হয়েছিল তখন বাড়ির অবস্থা তেমন করুণ ছিলনা ৷ এখন বছর আটেকের এক সন্তানকে নিয়েই সংগ্রামের জীবন তাঁর ৷ বিনা বিধবা পেনশন ও রেশনে কাটছে জীবন এমন বড়ও ছেলে হয়নি ৷  তার যে এখন মোটে ৮ বছর বয়স ৷ যে উপার্যন করে সংসারের হাল ধরবে ৷ বাকিরা তো আরও ছোট ৷
advertisement

Photo: Debayan Roy

বড় ছেলের মৃত্যুর ঠিক ১৩ বছর বাদে মনোবরা ঝাড়খণ্ডের পাকুড় জেলার চন্দ্রপাড়া গ্রামের এক ঝুপড়িতেই বসবাস তাঁর ৷ ৮ সন্তান নিয়ে সংগ্রামের জীবন তাঁর ৷ ছোট বাচ্চাদের সহায়তায় বিড়ি বেচেই দিন চলে তাঁদের ৷ পাঁজরের যন্ত্রণায় কাবু হয়েও পরিচারিকার কাজও আজ করতে পারেন না ৷ পারেন না কোথাও বা অস্থায়ী হিসাবে কোনও কাজে যোগ দিতে ৷

advertisement

প্রতিদিন ২৫০ করে বিড়ি বাঁধেন তিনি ৷ যখন তাঁর সন্তানেরা বিড়ি না বিক্রি করতে পারেন তখন প্রতিবেশীদের থেকে খাবার চেয়ে বাঁচতে হয় তাঁদের ৷ এমনও দিন যায় তখন অনাহারে দিন কাটে ৷ ওই গ্রামের জনসংখ্যা প্রায় ৩,০০০ ৷ বেশির ভাগই মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাঁরা বাংলা ভাষায় কথা বলে থাকেন ৷

advertisement

Photo: Debayan Roy

হয়রান হওয়ার মত বিষয় এত মানুষের বসবাস সত্ত্বেও গ্রামের অর্ধেকের মানুষই রেশন ব্যবস্থার আওতায় নেই ৷ নেই কারোর রেশন কার্ড ৷ প্রশাসনের সব মহলকে বিষয়টি বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি ৷ গ্রামবাসীদের দাবি ২০১১ জনগণনায় তাঁদের গণনার বাইরে রাখা হয়েছে বলেই এই অবস্থা হয়েছে ৷

advertisement

Photo: Debayan Roy

প্রায় ১০০ মহিলা একত্রিত হয়ে দাবি করেছেন অনেকের কাছে আধার কার্ড থাকলেও নেই রেশন কার্ড ৷ পাশের গ্রামেই সমস্ত মানুষ রেশন ব্যবস্থার আওতায় আছেন ৷ গ্রামের বহু মানুষ প্রধানত বয়স্করা ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করেন ৷ টাকা পয়সার অভাবে অনেক সময় রেশন কিনতে পারেন না তাঁরা ৷ স্থানীয় একটি মসজিদে একটি ফান্ড তৈরি করেছেন তাঁরা গ্রামের লোকেরা সেই ফান্ডে রাখা টাকা থেকে ৫ টাকা নিতে পারেন চাল, ডাল কেনার জন্য ৷

advertisement

এ এক অদ্ভুত বিভাজন গ্রামের এক প্রান্তের মানু রেশন ব্যবস্থার সুবিধা পেয়ে থাকেন আর এক প্রান্তেরা মানুষেরা রেশন ব্যবস্থা শুধুই শুনেছেন দেখেননি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সৌজন্যে : দেবায়ন রায়

বাংলা খবর/ খবর/দেশ/
এই গ্রামে মানুষের দিন কাটে অনাহারে, নেই রেশন কার্ডও