আরও পড়ুন : Atal Bihari Vajpayee : সেদিন আডবাণীর মুখে নিজের প্রধানমন্ত্রী হওয়ার কথা শুনে যা বলেছিলেন অটলজি . . .
১৯ বছর পরে ২০০৪ সালে ভারত পাকিস্তানে গিয়েছিল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দল সৌজন্যে অটল বিহারী বাজপেয়ী ৷ পাকিস্তান সফরের আগেই ভারতীয় ক্রিকেট দলকে আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি ৷ সেই সময়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেই সৌরভকে তিনি বলেছিলেন সির্ফ খেল হি নেহি, দিল ভি জিতকে আনা অর্থাৎ শুধু খেলায় জিতলে হবেনা, তোমরা সে দেশে গিয়ে জনগণের মন জয় করে এসো, মন ছুঁয়ে এসো ৷
advertisement
আরও পড়ুন : ‘একদিন তুমি প্রধানমন্ত্রী হবে’, বাজপেয়ীর উদ্দেশ্যে বলেছিলেন নেহেরু
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ৷ সেইবারই প্রথম পাকিস্তানের মাটিতে টেস্ট ও একদিনের সিরিজ জিতে দেশে ফিরেছিল ভারতীয় ক্রিকেট দল ৷ টেস্ট সিরিজ ২-১, ও একদিনের সিরিজ ৩-২ এর ব্যবধানে জিতেছিল ৷ প্রথমবার কোনও ভারতীয় হিসেবে বীরেন্দ্র সহবাস পাকিস্তানের মুলতানে ত্রিশত রানের নজির গড়েছিলেন ৷ তারপর থেকেই বীরুকে বলা হয় মুলতানের সুলতান ৷
আরও পড়ুন : শেষ যাত্রায় বাজপেয়ী, শ্রদ্ধা জানাতে আসা স্বামী অগ্নিবেশকে বেধড়ক মারধর
ভারত পাকিস্তানে গিয়ে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল ঠিকই, তবে করাচির রাস্তায় রাস্তায় মানুষ নেমেছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ছবি হাতে নিয়ে ৷ আসলে ভারতীয় ক্রিকেট দল খেলতে গিয়েছিল দেশের হয়ে, জিতেছিল ক্রিকেটের বাইশ গজে ঠিকই ৷ তবে আন্তরিকতায় পাকিস্তানের জনতার মন আসলে জয় করেছিলেন আমাদের সবার প্রিয় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ৷