TRENDING:

ডেঙ্গু-সহ অজানা জ্বরে আক্রান্ত পশ্চিম মেদিনীপুর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: ডেঙ্গু-সহ অজানা জ্বরে আক্রান্ত পশ্চিম মেদিনীপুর ৷ অজানা জ্বরে এখনও অবধি তিন দিনে দু’জনের মৃত্যুর খবর মিলেছে । আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ ।
advertisement

জেলা স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে স্বাস্থ্য দফতরের দল এলাকায় নজরদারি চালাচ্ছে ৷  পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের আগরয়াড়া, সীতারামপুর, হান্দোল, নায়েকপাড়া-সহ পুরো অঞ্চলের বেশিরভাগ বাড়ির সদস্যরা অজানা জ্বরে আক্রান্ত ।

আক্রান্তরা পিংলা গ্রামীন হাসপাতাল, ময়না হাসপাতাল ও ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ শনিবার সকালে ফের অজানা জ্বরে মৃত্যু হয় এক মহিলার ৷ পিংলার আগরয়াড়া গ্রামের বাসিন্দা তিনি ৷

advertisement

এই দু’টি ঘটনার পর ফের নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে ৷ রাজ্য সভার সাংসদ এবং সবং বিধানসভার বিধায়ক গীতা ভুইয়া সহ অনান্যরা  উপস্থিত হন ওই এলাকায় ৷ তারা আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন, দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
জয়দেব-কেন্দুলিতে বিরাট চমক অনুব্রতর...! একতারা হাতে ‘হৃদ মাঝারে’? বাউল সুরে মাতালেন কেষ্ট
আরও দেখুন

অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে পিংলা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র জানান, আমি খবর পেয়েছি ৷ বিষয়টি আমার নজরে থাকবে। সকলেরই চিকিৎসা শুরু হয়েছে । তবে ডেঙ্গু কিনা তা সাস্থ্য দফতরের লোক খতিয়ে দেখছে ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডেঙ্গু-সহ অজানা জ্বরে আক্রান্ত পশ্চিম মেদিনীপুর