TRENDING:

প্রধানমন্ত্রীর পৌরহিত্যে চলছে নীতি আয়োগের বৈঠক

Last Updated:

শুরু হয়েছে নীতি আয়োগের বৈঠক ৷ এই বৈঠকে যোগ দিতে গতকালই রাজধানীতে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাষ্ট্রপতি ভবনে শুরু হয়েছে এই বৈঠক ৷ বৈঠকে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যন্য রাজ্যের সব মুখ্যমন্ত্রীরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শুরু হয়েছে নীতি আয়োগের বৈঠক ৷ এই বৈঠকে যোগ দিতে গতকালই রাজধানীতে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাষ্ট্রপতি ভবনে শুরু হয়েছে এই বৈঠক ৷ বৈঠকে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যন্য রাজ্যের সব মুখ্যমন্ত্রীরা ৷
advertisement

ছবিতে ডান দিক থেকে নরেন্দ্র মোদি, পিনারাই বিজয়ন, চন্দ্রবাবু নাইডু, মমতা বন্দ্য়োপাধ্যায়, এইচডি কুমারস্বামী ৷ নিজস্ব ছবি ৷

বৈঠকের আগে উদ্বোধনী ভাষণ দিয়ে বৈঠকের গোড়া পত্তন করেছেন ৷ উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী সব রাজ্যের ভূমিকায় প্রশংসা করেছেন ৷ কেন্দ্র-রাজ্য সমান্বয়ের মধ্যে দিয়েই তৈরি হতে পারে একটি উন্নত দেশ ৷ কেন্দ্র-রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা তিনি আবারও বলেছেন ৷

advertisement

মূলত কেন্দ্র-রাজ্য সমান্বয় সাধনের জন্যই ২০১৪ সালে ক্ষমতায় আসার পরই প্রধানমন্ত্রীর দফতর বা পিএমও নীতি আয়োগের বৈঠকের গোড়া পত্তন করেছে ৷ মূলত কেন্দ্র-রাজ্য সম্পর্কের উন্নতি সাধন, রাজ্যের উন্নয়ন, দাবি দাওয়া ইত্যাদি নানা উন্নয়নমূলক বিষয় নিয়েই আলোচনা করা হয়ে থাকে এই বৈঠকে ৷ রাজনৈতিক মহল মনে করছে এবারের বৈঠকে একাধিক প্রশ্নবাণে জর্জরিত হতে পারেন প্রধানমন্ত্রী ৷

advertisement

মমতা বন্দ্যোপাধাধ্যায় ছাড়াও বৈঠকে যোগ দিতে উপস্থিত আছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সহ সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ৷ এই বৈঠক সফল হবে বলেই আশাপ্রকাশ করেছে ওয়াকিবহল মহল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

আরও পড়ুন : দিল্লি পৌঁছেই অসুস্থ বাজপেয়ীকে দেখতে হাসপাতালে মমতা

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
প্রধানমন্ত্রীর পৌরহিত্যে চলছে নীতি আয়োগের বৈঠক