১) আক্রান্তের সাহায্যে গিয়ে আক্রান্ত রূপা
ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্য জুড়ে বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। এ বার কাকদ্বীপের সূর্যনগরে এক দলীয় মহিলা কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। ভাঙচুর হয়েছে তাঁর গাড়িটিও। অভিযোগের তির তৃণমূলের দিকে। তবে রূপা এক স্কুলছাত্রীকে মারধর করেন বলে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূলও।
advertisement
রবিবারের এই হামলায় রূপা মাথায়, কোমরে, কনুইয়ে চোট পান। রূপার সঙ্গে আক্রান্ত হন বিজেপি-র দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি (পশ্চিম) অভিজিৎ দাস-সহ ১০ জন। সকলেরই ডায়মন্ড হারবার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয়। রূপার দাবি, ‘‘গ্রামে যাওয়ার কথা আগেই পুলিশকে জানিয়েছিলাম। তবু মাত্র দু-তিন জন পুলিশ এলাকায় মোতায়েন ছিল। মাটিতে ফেলে মারা হয়েছে আমাকে। আমার শাড়ি ছিঁড়ে দিয়েছে। চুলের মুঠি ধরে টেনে একমুঠো চুল ছিঁড়ে নেওয়া হয়েছে। প্রায় আধ ঘণ্টা ধরে হামলা চলে। তার পরে কোনও রকমে পালিয়ে বাঁচি।’’
২)কেন হার দাদার, মারামারি ভাইয়ে ভাইয়ে
দাদার ফাঁকা সিংহাসনকে সামনে রেখেই যুদ্ধে নেমেছিলেন ভাইয়েরা। যদিও শত চেষ্টা করেও শেষরক্ষা হয়নি। ব্যর্থতার কারণ তলিয়ে দেখতে বৈঠক ডাকলেন অন্য দাদারা। সেই আলোচনা থমকে গেল হইহল্লায়। তার পর চোখের সামনে তৃণমূল বনাম তৃণমূল হাতাহাতি দেখে যারপরনাই বিড়ম্বিত হলেন বৈঠকে উপস্থিত শীর্ষ নেতারা।
এটাই এখন কামারহাটি। প্রাক্তন পরিবহণ মন্ত্রী, কামারহাটির সদ্য পরাজিত তৃণমূল প্রার্থী মদন মিত্রের খাসতালুক। যেখানে জেলবন্দি ‘দাদা’কে ইচ্ছে করে হারানো হয়েছে বলে মনে করছেন তাঁর ‘ভাই’দের একটা বড় অংশ।
৩) দিদির দ্বিতীয় ইনিংসে সংঘাত চান না মোদী
ভোটের লড়াই থেমে গিয়েছে। এ বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে সংঘাতের পথে না গিয়ে সহযোগিতার বার্তা দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজেপি সভাপতি অমিত শাহ ও অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে বৈঠকে মোদীর নির্দেশ, পশ্চিমবঙ্গে বিজেপি তাদের লড়াই চালিয়ে যাক। কিন্তু কেন্দ্র-রাজ্য ‘তু তু ম্যায় ম্যায়’ পরিস্থিতি এড়িয়ে চলা উচিত। মোদী বৈঠকে আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি আসবেন। তার আগে পশ্চিমবঙ্গকে বঞ্চিত না করে দ্রুত তিস্তা চুক্তির জট ছাড়ানো দরকার। মমতা দিল্লি এলে মোদী তাঁর সঙ্গে আলোচনায় বসবেন। উত্তরবঙ্গের জলসঙ্কট মেটাতে বিভিন্ন জলাধার তৈরি ও এই সংক্রান্ত প্রকল্পে অর্থ বরাদ্দ করা সরকারের অগ্রাধিকার। পশ্চিমবঙ্গের আর্থিক প্যাকেজের বিষয়ে মমতার সঙ্গে আলোচনায় বসার জন্য জেটলিকে বলেছেন মোদী।
৪)পাঠান ঝড়ে এ বার প্লে-অফ
গ্যালারিতে জ্বলে উঠেছে হাজার হাজার মোবাইল। যেন নাইটদের মেঘমুক্ত আকাশে ফুটে উঠেছে অসংখ্য তারা।
ইডেনের গ্যালারি উপচে পড়া মানুষের মুখে তখনও শেষ হাসি ফোটেনি। উল্লাসের প্রস্তুতি চলছে মাত্র।
গ্যালারিতে জায়গায় জায়গায় বাঁধা হচ্ছে ঝাঁক ঝাঁক বেগুনি বেলুন। সানরাইজার্স হায়দরাবাদের সূর্য ডুবিয়ে আইপিএল প্লে-অফে ওঠা তখন শুধু সময়ের অপেক্ষা।
কেকেআর বক্সের সামনের ব্যালকনিতে উড়তে শুরু করে দিল বিশাল পতাকা।
অঙ্কিত রাজপুত শেষ বলটা করতেই রবিবাসরীয় সন্ধ্যায় শান্ত শহর কাঁপিয়ে শব্দের বিস্ফোরণ ঘটল ইডেনে। হাজারো ওয়াটের গমগমে সাউন্ড সিস্টেমে বেজে উঠল, ‘করব, লড়ব, জিতব রে...’।