১) কমিশনারের কুর্সি থেকে রাজীবকে সরাল কমিশন
মঙ্গলবার বিকেলে খবরটা পৌঁছেছিল নবান্নে। সেখান থেকে লালবাজারে যেতে বেশি সময় লাগেনি। এবং নবান্নের বার্তা পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে কলকাতা পুলিশের সদর ছেড়ে বেরিয়ে গেলেন রাজীব কুমার।
তত ক্ষণে জানা হয়ে গিয়েছে, কলকাতার পুলিশ কমিশনারের (সিপি) পদ থেকে রাজীবকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নতুন কমিশনার হচ্ছেন সৌমেন মিত্র, যিনি এখন সিআইডি-র এডিজি। রাজীব কুমার হবেন এসিবি-র এডিজি।
advertisement
রাজীবকে যে সরানো হতে পারে, আগেই তার আঁচ মিলেছিল। গত মাসের শেষ দিনে সিপি-র অপসারণের ‘গুজব’ ছড়িয়ে পড়ে। বেশি রাতে জানা যায়, কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। পুলিশমহলের একাংশ অবশ্য তখন বলেছিল, রাজীবকে সরানো শুধু সময়ের অপেক্ষা। ওই মহলের ব্যাখ্যা ছিল: ভোটের মুখে কলকাতার কোনও পুলিশ কমিশনারের বিরুদ্ধে বিরোধীরা একযোগে কমিশনের কাছে শাসক দলের প্রতি পক্ষপাতের অভিযোগ জানাচ্ছেন— এমন নজির নেই। সমস্ত বিরোধী দলের কেন্দ্রীয় প্রতিনিধিরা দিল্লিতে নির্বাচন সদনে গিয়ে রাজীবের বিরুদ্ধে নালিশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার নসীম জৈদীর কাছে।
২) বুথে-পথে দেখাই মিলবে না বিরোধীদের, চ্যালেঞ্জ অনুব্রত মণ্ডলের
এ যেন সেই রঘু ডাকাতদের গল্প! ডাকাতি করার দিনক্ষণ আগাম জানিয়ে গৃহস্থকে বলে রাখা, যদি পারো তো সামলাও!
বীরভূমের কেষ্টদা কলির ভোটে সেই কৌশলই নিচ্ছেন! কী করবেন, কী ভাবে করবেন সব পষ্টাপষ্টি বলে দিয়ে মুচকি হাসছেন, ‘কেউ কিছু ধরতে পারবে না!’
নিজেকে জাদুকর বলে দাবি করছেন অনুব্রত মণ্ডল। বলছেন ‘‘ম্যাজিক দেখেছেন তো? কী ভাবে মুহূর্তে সব ভ্যানিশ হয়ে যায়! সামনে হাজার হাজার লোক বড়-বড় চোখ করে বসে থেকেও কিছু ধরতে পারে না। এটাও তাই। কেউ কিছু ধরতে পারবে না। সিপিএমের আমলেও তেমনই হতো।’’
‘কেউ’ বলতে কি তিনি নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীকে বোঝাচ্ছেন?
৩)এ যেন সেই রঘু ডাকাতদের গল্প! ডাকাতি করার দিনক্ষণ আগাম জানিয়ে গৃহস্থকে বলে রাখা, যদি পারো তো সামলাও!
বীরভূমের কেষ্টদা কলির ভোটে সেই কৌশলই নিচ্ছেন! কী করবেন, কী ভাবে করবেন সব পষ্টাপষ্টি বলে দিয়ে মুচকি হাসছেন, ‘কেউ কিছু ধরতে পারবে না!’
নিজেকে জাদুকর বলে দাবি করছেন অনুব্রত মণ্ডল। বলছেন ‘‘ম্যাজিক দেখেছেন তো? কী ভাবে মুহূর্তে সব ভ্যানিশ হয়ে যায়! সামনে হাজার হাজার লোক বড়-বড় চোখ করে বসে থেকেও কিছু ধরতে পারে না। এটাও তাই। কেউ কিছু ধরতে পারবে না। সিপিএমের আমলেও তেমনই হতো।’’
‘কেউ’ বলতে কি তিনি নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীকে বোঝাচ্ছেন?
৪)নারিন-অনিশ্চয়তার মধ্যে মুম্বইয়ের মহড়ায় নাইটরা
কলকাতা নাইট রাইডার্সের ন’বছরের ইতিহাসে টিমে অনেক বদল হয়েছে। অধিনায়ক পাল্টেছে। ম্যানেজমেন্টে নতুন মুখ এসেছে। টিম লিস্ট ঢেলে সাজানো হয়েছে।
কলকাতা নাইট রাইডার্সের ন’বছরের ইতিহাসে একটা জিনিসে কোনও পরিবর্তন হয়নি। আরও ভাল করে বললে, একটা ম্যাচের গুরুত্ব অপরিবর্তিত থেকেছে। সেটা, মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। টিম মালিক শাহরুখ খান বহু বার তাঁর টিমকে বলেছেন, আর কোনও ম্যাচ জেতো না জেতো, মুম্বই ম্যাচটা জিততেই হবে। বলেছেন, এটা তাঁর কাছে সম্মানের ব্যাপার।