TRENDING:

আজকের কাগজের সেরা খবর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ রবিবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
advertisement

১) যাদবপুর-কাণ্ড, ছাত্রীরা ‘বেহায়া’, ফের বেফাঁস বিজেপির দিলীপ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘অবাধ্য’ পড়ুয়াদের সহবত শেখাতে যত বার তিনি মুখ খুলছেন, মুখ লুকোতে হচ্ছে বিজেপিকে! পরিস্থিতি এমন যে, কেন্দ্রে তাঁর দলের সরকারের শিক্ষামন্ত্রী স্ম়ৃতি ইরানি স্বয়ং ঘনিষ্ঠ মহলে বিরক্তি প্রকাশ করে বলেছেন— কেন এ সব বলতে যাচ্ছেন উনি! এর আগে দেশপ্রেম বিতর্কে যাদবপুরের পড়ুয়াদের ‘জুতো পেটা’ করার হুমকি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনকী ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসকে ‘কলার ধরে বার করে আনা’র হুমকি দিতেও ছাড়েননি। এ বার সেখানকার ছাত্রীরা নিশানা হয়েছে রাজ্য বিজেপির এই সর্বোচ্চ নেতার। যাদবপুরের ছাত্রীদের ‘বেহায়া’, ‘ওঁচা’ এবং ‘নিম্ন স্তরের মেয়ে’ বলে অভিহিত করলেন তিনি!

advertisement

২) অকাল ম্যালেরিয়ার মৃত্যু-হানায় উদ্বেগ রাজ্যে

বৃষ্টি হবে। এখানে-সেখানে বৃষ্টির পরিষ্কার জল জমবে। সেই জমা জলে ডিম পাড়বে অ্যানোফিলিস মশা। আর সেই মশা যত বাড়বে, ততই ছড়াবে ম্যালেরিয়া। এটাই দস্তুর। তাই সাধারণত ম্যালেরিয়ার সংক্রমণ হয়ে থাকে বর্ষা শেষের পরেই। এখন মাটি খটখটে। পুকুর-ডোবা-নালা-জলা ফুটিফাটা। এমন দহনক্লিষ্ট পরিবেশে তো জীবাণু-ভাইরাসকুলের দফারফা হয়ে যাওয়ার কথা। তার বদলে দক্ষিণবঙ্গের নানা জেলায় থাবা বসাচ্ছে ম্যালেরিয়া। এই অকাল ম্যালেরিয়ায় শুধু এপ্রিলেই দক্ষিণবঙ্গে মৃত্যু হয়েছে ১৭ জনের! যা গত বছরে এই সময়ে ম্যালেরিয়া-মৃত্যুর চার গুণ।

advertisement

৩) শত্রুর রথচক্র গ্রাসে আরও নুন ছিটিয়ে দিলেন গম্ভীর

নিজেদের পছন্দের ঘূর্ণি উইকেটে টস হেরে নাইটরা নিজেরাই চোরাবালিতে তলিয়ে যাবে কি না বিস্তর গবেষণা হচ্ছিল। মনে হচ্ছিল শনিবারের রাত না অতর্কিত কালো রাত হয়ে দাঁড়ায় তাদের জন্য। মধ্যরাত অতিক্রান্ত ইডেনে ন’ওভারে ৬৬ করতে হবে এই তাড়ায় প্রথম ওভারেই কি না দু’উইকেট। দুর্মর কেকেআর সমর্থকেরা অত রাতে কী ভাবে বাড়ি ফিরবেন জানেন না। কিন্তু আশ্চর্য স্পিরিট তখনও কেউ ইডেন ছাড়েননি। আর সেই অনুগত জনস্রোতকে অসামান্য মর্যাদা দিলেন ইউসুফ পাঠান। নাইট ইনিংসের তৃতীয় ওভারে খেলাটার মীমাংসা হয়ে গেল। যখন বিপক্ষের এক নম্বর অস্ত্র অশ্বিনকে উড়িয়ে দিয়ে এক ওভারে ২২ নিলেন ইউসুফ। পরের ওভারে অন্য অশ্বিন মুরুগনের একই দশা। আগের ম্যাচে ছ’উইকেট নেওয়া অ্যাডাম জাম্পা? তিনি জাম্পার খোলার আগেই ম্যাচ শেষ। করতে পারলেন মাত্র শেষ ওভার।

advertisement

৪) সিআইডি-কে এক মাস দেবেন কৌশিকের বাবা

মাসখানেক তাঁরা ভরসা রাখতে পারেন সিআইডি-র উপরে। তদন্ত সন্তোষজনক পথে না এগোলে তারপরে ‘বিকল্প পথ’ ভাববেন। শনিবার সিআইডি-র তদন্তকারী দলের সঙ্গে কথা বলার পরে এই মন্তব্য করলেন ডায়মন্ড হারবারের নিহত ছাত্র কৌশিক পুরকাইতের বাবা কার্তিকবাবু। এ দিন বেলা ২টো নাগাদ সিআইডি-র ছ’জনের একটি দল যায় মন্দিরবাজারের গুমকি গ্রামে। সেখানে কৌশিকের বাবা-মায়ের সঙ্গে বন্ধ ঘরে বসে প্রায় মিনিট পঁয়তাল্লিশ কথা বলেন তাঁরা। বেরিয়ে মন্তব্য করেননি তদন্তকারীরা। তবে কার্তিকবাবু বলেন, ‘‘ঘটনার বিস্তারিত বিবরণ জানতে চেয়েছেন ওঁরা। আমরা সে সব জানিয়েছি। আরও বলেছি, এক মাস দেখব। তদন্ত কোন পথে এগোচ্ছে, তা দেখে বিকল্প পথের কথা ভাবব।’’

advertisement

১)ভোটের মুখে ৩ ট্রাক বোঝাই ৫৭০ কোটি টাকা আটক

কোয়েম্বাটুর ও নয়াদিল্লি, ১৪ মে (পিটিআই): ভোটের আর মাত্র দু’দিন বাকি। আর ভোট প্রচারের শেষ অঙ্কেই শনিবার তামিলনাড়ুতে তিনটি ট্রাক থেকে উদ্ধার হল বিপুল অঙ্কের নগদ টাকা। আটক হওয়া টাকার পরিমাণ প্রায় ৫৭০ কোটি, যা শুনে সব মহলেরই প্রায় চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। উদ্ধার হওয়ার ওই টাকার অঙ্ক এত বিপুল হওয়ায় তা নিয়ে তামিলনাড়ুর সীমানা পেরিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে জাতীয় রাজনীতিতেও। ঘটনার রহস্যভেদে শুরু হয়েছে তদন্তও। এদিন রাস্তায় তল্লাশি চালানোর সময় নির্বাচন কমিশনের আধিকারিক ও আধা-সেনার হাতে ধরা পড়ে যায় ওই বিপুল টাকা বোঝাই ট্রাকগুলি। যদিও ট্রাকে থাকা ব্যক্তিদের দাবি, পুরো টাকাটাই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের।

২) ভারত সীমান্তে চীন সেনা মোতায়েন বাড়াচ্ছে, মার্কিন সতর্কবার্তা দিল্লিকে

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি, ১৪ মে: ভারতের সীমান্তে আরও ব্যাপক সেনা মোতায়েন করছে চীন। একইসঙ্গে প্রতিবেশি বিভিন্ন বন্ধু রাষ্ট্রে বায়ুসেনা এবং নৌবাহিনীর বেস স্টেশনের সংখ্যাও বাড়াচ্ছ তারা। মোদি সরকারের দু’বছরে চীনা প্রধানমন্ত্রী লি কিকিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একাধিকবার মোলাকাত হয়েছে স্বদেশে ও বিদেশের মাটিতে। সেখানে উভয়পক্ষই ভারত ও চীনের ঐতিহাসিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে শপথ নিয়েছেন। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে কখনও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ আবার কখনও ভারতের নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ কিংবা নিরাপত্তা পরিষদে স্থান পাওয়া নিয়ে চীন সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এমনকী ভারতে সন্ত্রাসের অন্যতম খলনায়ক মাসুদ আজহার তথা জয়েশ ই মহম্মদকে নিরাপত্তা পরিষদের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণার ভারতীয় উদ্যোগেও বাধা দিয়েছে চীন। পাশাপাশি লে এবং লাদাখে পিপলস লিবারেশন আর্মির জওয়ানদের আগ্রাসী মনোভাবও বেড়েছে। আর এই আবহেই আজ পেন্টাগন মার্কিন কংগ্রেসকে পেশ করা এক রিপোর্টে উদ্বেগজনক তথ্য ফাঁস করেছে। রিপোর্টে ভারতকে সতর্কও করা হয়েছে।

৩)মদন ফের স্বমূর্তিতে, বন্দি নেতার তিরিক্ষি মেজাজে তটস্থ হাসপাতালের কর্মী থেকে পুলিশ

সুকান্ত বসু ও বিশ্বজিৎ দাস, কলকাতা: সেই কড়া প্রহরা নেই। কমিশনের ফতোয়ায় পুলিশের সেই চোখ রাঙানিও নেই। এসি ঘরের লাগোয়া বারান্দায় মৌজ করে চা খাওয়ার আবদার করায় এক পুলিশ অফিসারের চোখের ইশারায় ফের কেবিনে সেঁধিয়ে যাওয়ার দুর্দিনও গিয়েছে। পিজি হাসপাতাল ও মদনগোপাল মিত্র ফের সমার্থক হয়ে উঠেছেন। ফের স্বমূর্তিতে ফিরেছেন সারদাকাণ্ডে ফেঁসে যাওয়া এই বিতর্কিত তৃণমূল নেতা। ফের মেজাজে রঙ ধরেছে তাঁর।

৪) এসবিআইতে ৭ও ২৮ জুন ধর্মঘট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার আয়তায় থাকা মোট পাঁচটি ব্যাংক আগামী ৭ জুন এবং ২৮ জুলাই ধর্মঘটে যেতে চলেছে। ব্যাংকগুলি হল স্টেট ব্যাংক অব ত্রিবাঙ্কুর, স্টেট ব্যাংক অব মাইসোর, স্টেট ব্যাংক অব হায়দরাবাদ, স্টেট ব্যাংক অব বিকানির অ্যান্ড জয়পুর এবং স্টেট ব্যাংক অব পাতিয়ালা। বিভিন্ন দাবিদাওয়া না মেটায় সম্প্রতি অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে বৈঠকে বসে ওই পাঁচটি ব্যাংকের কর্মচারী সংগঠনের মঞ্চ স্টেট সেক্টর ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনস। সেখানেই ওই ধর্মঘটের সিদ্ধান্ত হয়।

বাংলা খবর/ খবর/Uncategorized/
আজকের কাগজের সেরা খবর