বিজেপি-কে সরকার গড়া থেকে আটকাতে শেষ চেষ্টায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস ৷ মনোহর পরিকর মুখ্যমন্ত্রী পদে নিয়োগকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছে কংগ্রেস ৷ রাজ্যপাল মৃদুলা সিনহার বিজেপিকে সরকার গড়ার আমন্ত্রণকে চ্যালেঞ্জ জানিয়েছে গোয়া কংগ্রেস পরিষদীয় দল ৷
গোয়া বিধানসভায় মোট আসন সংখ্যা ৪০ ৷ সরকার গড়ার জন্য ম্যাজিক পিগার হল ২১ ৷ কংগ্রেসের দাবি বিজেপি নির্বাচনে জিতেছে ১৩টি আসন ৷ কংগ্রেস জয়ী হয়েছে ১৭টি আসনে ৷ স্থানীয় দল ও নির্দল বিধায়কদের সমর্থন নিয়েই ম্যাজিক ফিগারে পৌঁছায় বিজেপি । ভোটের আগে বাকি দলগুলির সঙ্গে বিজেপির কোনও জোট হয়নি ৷ তাই কংগ্রেসেই একক সংখ্যা গরিষ্ঠ ৷ বিজেপি প্রথমে পারিকরের নাম ঘোষণা করে সরকার গঠনের দাবি করেন ৷ রাজ্যপালও তাদের সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ৷ এরপরই শীর্ষ আদালতে মালা দায়ের করেছে কংগ্রেস ৷ তাদের দাবি, সরকার গড়তে কংগ্রেসকে আগে ডাকা উচিত ছিল রাজ্যপালের। প্রচলিত সাংবিধানিক রীতি অনুযায়ী, সরকার গড়ার প্রথম সুযোগ একক বৃহত্তম দলকেই দেওয়া উচিৎ ৷ কিন্তু রাজ্যপাল ঠিক তার বিপরীত করেছেন ৷
advertisement
তবে কংগ্রেসের দাবিকে খারিজ করে সুপ্রিম কোর্ট জানতে চায় প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক থাকলে সরকার গড়তে আগে রাজ্যপালের কাছে যাননি কেন। রাজ্যপাল তারপরেও সুযোগ না দিলে আপনারা ধরনায় বসতে পারতেন। প্রয়োজনীয় বিধায়ক সমর্থন নেই, তাই সরকার গড়ার উদ্যোগ নেননি আপনারা বলে জানিয়েছে শীর্ষ আদালত ৷