TRENDING:

মুক্তিপণ না পেয়ে খুন দশম শ্রেণীর ছাত্রকে

Last Updated:

৫০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে দশম শ্রেণীর ছাত্রকে খুন করল অপহরণকারীরা ৷ ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার পূর্ব বড়িশার শীলপাড়ার বড়বাগানে ৷ মৃত ছাত্রের নাম বিট্টু দাস ৷ বেহালার বিবেকানন্দ হাইস্কুলে দশম শ্রেণীর পড়ুয়া বিট্টু, রবিবার দুপুর থেকেই নিখোঁজ ছিল ৷ সন্ধে পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে কোথায় দেখতে না পেয়ে হরিদেবপুর থানায় রিপোর্ট লেখায় বিট্টুর বাড়ির লোক ৷ এরপরই ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে বিট্রুর বাবার মোবাইলে ৷ তৎক্ষণাৎ টাকা দিতে সম্মত হন বিট্রুর বাবা ৷ কিন্তু অপহরণকারীরা পুলিশকে না জানাবার জন্য সাবধান করে তখনকার মতো ফোন কেটে দেয় ৷ পরে টাকা দেওয়ার স্থান জানিয়ে দেওয়া হবে বলে আবারও ফোন আসে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ৫০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে দশম শ্রেণীর ছাত্রকে খুন করল অপহরণকারীরা ৷ ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার পূর্ব বড়িশার শীলপাড়ার বড়বাগানে ৷ মৃত ছাত্রের নাম বিট্টু দাস ৷ বেহালার বিবেকানন্দ হাইস্কুলে দশম শ্রেণীর পড়ুয়া বিট্টু, রবিবার দুপুর থেকেই নিখোঁজ ছিল ৷ সন্ধে পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে কোথায় দেখতে না পেয়ে হরিদেবপুর থানায় রিপোর্ট লেখায় বিট্টুর বাড়ির লোক ৷ এরপরই ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে ৮৯৮১৭-৪৫৬৮৬ নম্বর থেকে প্রথম ফোনটি আসে। বিট্টুর বাবা নির্মল দাসের মোবাইলে ফোন করে মুক্তিপণ চায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ফোন আসে বিট্রুর বাবার মোবাইলে ৷ তৎক্ষণাৎ টাকা দিতে সম্মত হন বিট্রুর বাবা ৷ কিন্তু অপহরণকারীরা পুলিশকে না জানাবার জন্য সাবধান করে তখনকার মতো ফোন কেটে দেয় ৷ পরে টাকা দেওয়ার স্থান জানিয়ে দেওয়া হবে বলে আবারও ফোন আসে ৷
advertisement

অপহরণকারীরা মোট চারবার ফোন করে অপহৃত ছাত্রের বাড়িতে ৷ কিন্তু মুক্তিপণের টাকা দেওয়ার স্থান ঠিক হওয়ার আগেই বাড়ির পিছন থেকে উদ্ধার হয় বিট্টুর দেহ ৷ রাত পৌনে এগারোটা নাগাদ বিট্টু দাসের প্রতিবেশী মাধব হাজরা বাড়ির পিছনের গলিতে দেখতে পান বিট্টুর প্রাণহীন দেহ ৷ পুলিশকে তিনি জানিয়েছেন, ‘রাত পৌনে এগারোটা নাগাদ বাড়ির পেছনদিকে একটি বাচ্চা ছেলেকে শুয়ে থাকতে দেখি ৷ শুধু টি শার্ট পরা অবস্থায় পড়ে ছিল সে ৷ তখনই চেঁচামেচি করে লোকজনকে ডাকি ৷ কাছে গিয়ে দেখি ওটা বিট্টু ৷ দেহে তখন প্রাণ ছিল না ৷’ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে সোমবার সকালে জেমস লং সরণি অবরোধ করে মৃতের পাড়া প্রতিবেশীরা ৷ অবস্থা সামাল দিতে এলাকায় পৌঁছান জয়েন্ট সিপি ক্রাইম দেবাশিস বড়াল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, অপহৃত ছাত্রকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৷ গলায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ এছাড়া হাত ও পা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখার ফলে কালো দাগ রয়েছে ৷ কী উদ্দেশ্য ছাত্রকে খুন করা হল তা তদন্ত করে দেখছে পুলিশ ৷ জয়েন্ট সিপি ক্রাইম দেবাশিস বড়াল জানান, ‘ঘটনার তদন্ত যদিও এখন প্রাথমিক পর্যায়ে, তবুও এটা শুধু অপহরণের ঘটনা বলে মনে হচ্ছে না ৷ এর পিছনে অন্য উদ্দেশ্যও থাকতে পারে ৷ তা তদন্ত করে দেখা হচ্ছে ৷’

advertisement

বাংলা খবর/ খবর/Uncategorized/
মুক্তিপণ না পেয়ে খুন দশম শ্রেণীর ছাত্রকে